TRENDING:

লক্ষ্য দক্ষিণবঙ্গে গেরুয়া ঝড়, কৌশল ঠিক করতে শুভেন্দু-রাজীবকে দিল্লিতে তলব

Last Updated:

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য় দাবি করেছেন, এটি রুটিন বৈঠক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দিল্লিতে একসঙ্গে ডাক পেলেন শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়৷ মুকুল রায়ের সঙ্গেই এ দিন দিল্লি গিয়েছেন সদ্য তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়া দুই নেতা৷ দিল্লিতে বিজেপি-র রাজ্য নেতাদের বিধানসভা নির্বাচনের কৌশল নির্ধারণের বৈঠকে হাজির থাকবেন শুভেন্দু এবং রাজীবও৷ সেই বৈঠকে থাকার কথা দিলীপ ঘোষ, মুকুল রায়, অমিতাভ চক্রবর্তী, কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেননরাও৷
advertisement

সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে রাজ্যে সংখ্যাগরিষ্ঠ আসন কীভাবে দখল করা যায়, সেই কৌশল নির্ধারণ করাই বৈঠকের মূল উদ্দেশ্য৷ রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে প্রয়োজন ১৪৮টি আসন৷ বিজেপি-র অন্দরের হিসেব বলছে, উত্তরবঙ্গে খুব ভাল ফল হলেও ৩০ থেকে ৩৫টির বেশি আসন পাওয়ার আশা করছেন না দলীয় নেতারা৷ এমনিতে লোকসভা নির্বাচনের নিরিখে উত্তরবঙ্গে ৩৭টি আসনে জয়লাভ করেছিল বিজেপি৷ কিন্তু দলের নেতারাও বুঝতে পারছেন, বিধানসভায় আসন সংখ্যা কমতে চলেছে৷ ফলে, দক্ষিণবঙ্গে ভাল ফল করা অত্যন্ত জরুরি৷ আর সেখানেই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের ভূমিকা৷

advertisement

বিজেপি-র প্রাথমিক লক্ষ্য দক্ষিণবঙ্গে অন্তত ১২০টি আসনে জয় তুলে নেওয়া৷ কিন্তু সেই কাজটাও যে খুব একটা সহজ হবে না বিজেপি-র দায়িত্বপ্রাপ্ত নেতারাও তা বুঝতে পারছেন৷ দক্ষিণবঙ্গে কতগুলি আসনে দলের জয় নিশ্চিত করতে পারবেন রাজীব-শুভেন্দুরা, সেটাও বুঝে নিতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব৷ বিজেপি-র কেন্দ্রীয় নেতাদের লক্ষ্য, দক্ষিণবঙ্গে দলের আসনসংখ্যা ১৪০-এর আশেপাসে নিয়ে যাওয়া৷ সেক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারবে দল৷ কোন কৌশলে তা করা হবে,  নিজেদের মধ্যে আলোচনা করে সেই পরিকল্পনাই বুধবার কেন্দ্রীয় নেতাদের জমা দেবেন রাজ্য় নেতৃত্ব৷ আজ মঙ্গলবার দিল্লিতে বসেই নিজেদের মধ্যে সেই আলোচনা সারবেন তাঁরা৷

advertisement

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য় দাবি করেছেন, এটি রুটিন বৈঠক৷ কিন্তু প্রশ্ন উঠছে, রুটিন বৈঠকের জন্য কেন কলকাতা থেকে রাজ্য নেতাদের দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হল? এর অবশ্য সদুত্তর দেননি বিজেপি রাজ্য সভাপতি৷

সেরা ভিডিও

আরও দেখুন
কলেজ পাশ যুবতীর আয়ের অভিনব আইডিয়া! বানাচ্ছেন উলের দুর্দান্ত সব জিনিস, হচ্ছে ভালই লাভ
আরও দেখুন

Arup Dutta

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
লক্ষ্য দক্ষিণবঙ্গে গেরুয়া ঝড়, কৌশল ঠিক করতে শুভেন্দু-রাজীবকে দিল্লিতে তলব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল