বিরোধী দলনেতার অভিযোগ, একটি রাজনৈতিক দলের ব্যবহার করা প্রচারমূলক নম্বর সরকারি নম্বর হিসেবে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। সেখানে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির বিরুদ্ধে মামলা করেছেন বিরোধী দলনেতা। সেই কর্মসূচি নাকি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী, এমন অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন নির্বাক হয়ে রয়েছে। সে কারণেই হাইকোর্টের পদক্ষেপ চেয়ে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। প্রথমে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা যায়, যদিও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে সরে দাঁড়ান।
advertisement
আরও পড়ুন: তৃণমূল এখানে ভোট পাবে না বলতেই হামলা! রানিনগরে ফের ভয়ঙ্কর কাণ্ড
বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেন বিরোধী দলনেতা। আদালত শুভেন্দুকে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার শুনানি হবে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। এর সঙ্গেই জলপাইগুড়িতে শাসকদলের লোক টাকা বিলি করছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: ‘স্বামী-স্ত্রী’র ঝগড়ার মতো কাণ্ড করছে বামেরা, চরম কটাক্ষ তৃণমূলের! ঘটনা শুনলে আঁতকে উঠবেন
এদিন অধীর রঞ্জন চৌধুরীর পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর আবেদন খারিজ করেছে আদালত। যেহেতু এখন পর্যাপ্ত বাহিনী পাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন, তাই দফা বাড়ানোর আবেদনের এখন আর কোন গুরুত্ব নেই বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এদিন আইন-শৃঙ্খলা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছে আদালত। তাই নতুন করে দায়ের করা এই মামলায় কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই বলে জানান প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
অর্ণব হাজরা