শুভেন্দুর আবেদন, ‘‘রাজ্যজুড়ে রাষ্ট্রপ্রেমী জনসাধারণ প্রত্যেকেই জাতীয় পতাকা হাতে সেনাবাহিনীর জন্য রাস্তায় নামুন এবং মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করুন।’’
আর আজ, বুধবার সাত সকালেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুরু হয়ে যায় প্রতিবাদ কর্মসূচি। সোমবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলা নিয়ে সেনা সম্পর্কিত মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বের বক্তব্যের বিরোধিতার রাজ্যের সকল মণ্ডলে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি।
advertisement
সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করতে দেখা যায়। যেখানে সল্টলেক, মানিকতলা সহ একাধিক জায়গায় বিজেপির পক্ষ থেকে সেনাবাহিনীকে অপমানের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ। সেনাবাহিনীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ব্যানার, পোস্টার হাতে শ্লোগান তুলে প্রতিবাদ কর্মসূচি করার নিদান দিয়েছে সকল জেলা নেতৃত্বকে রাজ্য বিজেপি নেতৃত্ব।