আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় ‘রণক্ষেত্র’ সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
এই বছরের উৎসবে মোট ৩৯টি দেশ থেকে ২১৫টি ছবি প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে ১৮৫টি ফিচার এবং ৩০টি শর্ট ফিল্ম। উৎসবের জন্য মোট ১৮২৭টি সিনেমা জমা পড়েছিল। আঠারোটি ভারতীয় ভাষা এবং একাধিক বিদেশি ভাষার সিনেমা থাকছে এবারে। পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক সিনেমার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে — বিভিন্ন দেশের পরিবেশ বিষয়ক মোট চারটি সিনেমা দেখানো হবে।
advertisement
এই কারণেই ফ্রিজে বরফ জমে; সহজ কৌশল কাজে লাগিয়ে মুহূর্তের মধ্যে বরফ গলিয়ে নিন, দেখে নিন কী করতে হবে!
উৎসব চলবে নন্দন-রবীন্দ্র সদন চত্বরসহ মোট ২১টি ভেন্যুতে। শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটককে, প্রদর্শিত হবে তাঁর একাধিক ছবি। এছাড়াও সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন বিখ্যাত পরিচালক রমেশ সিপ্পি।
উৎসবের মূল আকর্ষণ:
এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড।
মোট ৩৯টি দেশ থেকে এসেছে ২১৫টি চলচ্চিত্র — এর মধ্যে ১৮৫টি ফিচার এবং ৩০টি শর্ট ফিল্ম।
উৎসবের জন্য জমা পড়েছিল ১৮২৭টি ছবি।
প্রদর্শিত হবে ১৮টি ভারতীয় ভাষা এবং একাধিক বিদেশি ভাষার চলচ্চিত্র।
পরিবেশ সচেতনতা নিয়ে তৈরি চারটি আন্তর্জাতিক সিনেমা বিশেষভাবে দেখানো হবে।
প্রতিবছরের মতো এবছরও হবে জনপ্রিয় ‘সিনে আড্ডা’, তবে মুখ্যমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী এবার সেটি হবে “গানে গানে” — মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠান।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, জুন মালিয়া এবং পরিচালক হরনাথ চক্রবর্তী।
চলচ্চিত্র উৎসবের মাধ্যমে আবারও আলোকিত হতে চলেছে কলকাতা — সিনেমা, সুর, গল্প ও আলোয় ভরে উঠবে শহরের হৃদয়।
