TRENDING:

Surajit Saha| Suvendu Adhikari: শুভেন্দু বিরোধিতার জের! মুখ খোলার ২৪ ঘণ্টায় বরখাস্ত হাওড়ার বিজেপি নেতা

Last Updated:

Surajit Saha| Suvendu Adhikari: বলা হচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সম্পর্কে কটূক্তি ও দলের অন্দরে বিশৃঙ্খল আচরণ করেছেন সুরজিৎ- এই কারণে তাঁকে বহিস্কার করছে দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধাচরণ করে বড় শাস্তির মুখে পড়লেন হাওড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। এবার তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল দল। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা, এমনটাই সূত্রের খবর। বলা হচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সম্পর্কে কটূক্তি ও দলের অন্দরে বিশৃঙ্খল আচরণ করেছেন সুরজিৎ- এই কারণে তাঁকে  বহিস্কার করছে দল।
এবার বিজেপি থেকে বরখাস্ত সুরজিৎ সাহা।
এবার বিজেপি থেকে বরখাস্ত সুরজিৎ সাহা।
advertisement

সম্প্রতি পুরনির্বাচন উপলক্ষে হাওড়ার ৫০টি ওয়ার্ডের জন্য একটি কমিটি করা হয়েছিল। কমিটির চেয়ারম্যান করা হয়েছিল তৃণমূল থেকে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া রথীন চক্রবর্তীকে। এখানেই মনোমালিন্যের সূত্রপাত। সূত্রের খবর, মনোমালিন্য এমন জায়গায় চলে যায় শুভেন্দু অধিকারী বলেন, এই ঐক্য নিয়ে আপনারা হাওড়া জিতবেন!আমি তো আপনাদের এক নেতাকে জানি, যিনি তৃণমূলের অরুপ রায়ের সঙ্গে এক পাতে না খেয়ে ঘুমোতে যান না।

advertisement

আরও পড়ুন-নারদা তুলে দলনেতাকেই খোঁচা! রাজ্য বিজেপিতে শুভেন্দু বিরোধিতার নতুন ঝড়

এর উত্তরে হাওড়া টাউন বিজেপি সভাপতি সুরজিৎ সাহা বলেন, "শুভেন্দু নিজে নারদার টাকা নিয়েছেন। আমরা যারা বিজেপির কার্যকর্তা তাদের কিন্তু দেখা যায়নি। নারদার টাকা নিয়ে যিনি বিজেপিতে এলেন, তাঁকেই দেখা যাচ্ছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে।   শুভেন্দুকে প্রমাণ করতে হবে হাওড়ার বিজেপি নেতৃত্ব অরূপ রায়ের সঙ্গে যোগাযোগ রাখছে। না হলে শুভেন্দু প্রমাণ দিন তিনি নারদার টাকা নেননি।"

advertisement

এমনকী সুরজিৎ বলেন, "আমি বিজেপিতে থাকব কিন্তু যারা তৃণমূল ছেড়ে এসেছেন সকলে চলে গেছেন। শুভেন্দু অধিকারীও তৃণমূলে যাবেন। আমার কথা মিলিয়ে নেবেন। আগে প্রমান করুন, আপনি কতটা সৎ। বিজেপিতে এসে শুভেন্দু অধিকারী তৃণমূলের যে বি টিম তৈরি করেছেন,  তৃণমূলের সেই বি টিমের জন্য হাওড়ায় দলের কোনো কর্মকর্তা কাজ করবেন না।"

advertisement

এবার এ হেন মন্তব্যের জেরেই দলে জায়গা হারাচ্ছেন সুরজিৎ সাহা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রিপোর্টার-সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Surajit Saha| Suvendu Adhikari: শুভেন্দু বিরোধিতার জের! মুখ খোলার ২৪ ঘণ্টায় বরখাস্ত হাওড়ার বিজেপি নেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল