দীর্ঘ জেরা পর্বের পর ২০১৫ সালের ৭ অক্টোবর সারদাকাণ্ডে গ্রেফতার হন মনোরঞ্জনা সিং ৷ গ্রেফতারির পরই অসুস্থ হয়ে পড়ায় অধিকাংশ সময়ে হাসপাতালে ছিলেন মনোরঞ্জনা ৷ তার আগে একই অভিযোগে অর্থাৎ প্রতারণা এবং তথ্য গোপনের অভিযোগে তাঁর প্রাক্তন স্বামী মাতঙ্গ সিংকেও গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
৭ তারিখ সকাল থেকে দফায় দফায় জেরা করা হয় মনোরঞ্জনা সিংকে। সিবিআই সূত্রে খবর মিলেছিল, জেরায় বেশ কিছু তথ্য গোপন করেন নর্থইস্টের এক টেলিভিশনের এই মালকিন। একই সঙ্গে তদন্তকারীরা জানতে পারেন, এনই বাংলা কিনতে প্রায় ২৫ কোটি টাকা সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে নেন মনোরঞ্জনা সিং। টাকা নেওয়ার পর চ্যানেলের কোনও কাগজপত্রই দেওয়া হয়নি বলে সিবিআইয়ের কাছে আগেই অভিযোগ জানিয়েছিলেন সুদীপ্ত সেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 06, 2017 1:30 PM IST