TRENDING:

সারদাকাণ্ডে জামিন পেলেন মনোরঞ্জনা সিং

Last Updated:

সারদাকাণ্ডে অভিযুক্ত মনোরঞ্জনা সিংয়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সারদাকাণ্ডে অভিযুক্ত মনোরঞ্জনা সিংয়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট ৷ প্রতারণা এবং তথ্য গোপনের অভিযোগে সারদা-কাণ্ডে কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী এবং মাতঙ্গ সিংয়ের প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনা সিংকে গ্রেফতার করেছিল সিবিআই ৷
advertisement

দীর্ঘ জেরা পর্বের পর ২০১৫ সালের ৭ অক্টোবর সারদাকাণ্ডে গ্রেফতার হন মনোরঞ্জনা সিং ৷ গ্রেফতারির পরই অসুস্থ হয়ে পড়ায় অধিকাংশ সময়ে হাসপাতালে ছিলেন মনোরঞ্জনা ৷ তার আগে একই অভিযোগে অর্থাৎ প্রতারণা এবং তথ্য গোপনের অভিযোগে তাঁর প্রাক্তন স্বামী মাতঙ্গ সিংকেও গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৭ তারিখ সকাল থেকে দফায় দফায় জেরা করা হয় মনোরঞ্জনা সিংকে। সিবিআই সূত্রে খবর মিলেছিল, জেরায় বেশ কিছু তথ্য গোপন করেন নর্থইস্টের এক টেলিভিশনের এই মালকিন। একই সঙ্গে তদন্তকারীরা জানতে পারেন, এনই বাংলা কিনতে প্রায় ২৫ কোটি টাকা সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে নেন মনোরঞ্জনা সিং। টাকা নেওয়ার পর চ্যানেলের কোনও কাগজপত্রই দেওয়া হয়নি বলে সিবিআইয়ের কাছে আগেই অভিযোগ জানিয়েছিলেন সুদীপ্ত সেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সারদাকাণ্ডে জামিন পেলেন মনোরঞ্জনা সিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল