TRENDING:

ভালবাসা কোনওদিন আইনের মুখ চেয়ে বসে থাকেনি, আইন বসে ছিল ভালবাসার মুখ চেয়ে

Last Updated:

Supreme Coart declares- Homosexuality is legal

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বহুযুগের অপেক্ষার অবসান। অবশেষে মুক্তির স্বাদ। সমকামিতা অপরাধ নয়। জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। রায়ের পরই বাঁধনহারা উচ্ছ্বাসে মেতেছেন এলজিবিটি কমিউনিটির সদস্যরা। দিল্লি থেকে চেন্নাই কিংবা কলকাতা, উচ্ছ্বাসের ছবিটা একইরকম।
advertisement

যুগান্তকারী সুপ্রিম রায়ে বৈধ সমকামিতা। উচ্ছ্বাস বাঁধ মানছে না কলকাতার এলজিবিটি কমিউনিটিরও। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে দুপুরে জড়ো হয়েছিলেন এলজিবিটি সংগঠনের শ'খানেক সদস্য। তাঁদের নাচে-গানে অ্যাকাডেমি চত্বর তখন রঙিন। ফুল ফুটুক না ফুটুক, আজ যে বসন্ত।

কলকাতার এলজিবিটি সংগঠনের অনেকেই পাড়ি দিয়েছিলেন দিল্লি। রায় বেরনোর আগে বুক ঢিপঢিপ। অবশেষে এল বহু প্রতীক্ষিত রায়। এতদিনের লড়াই সফল হওয়ার আনন্দে চোখে জল মানালিদের। বন্ধুরা ফিরলে ফের হবে সেলিব্রেশন।

advertisement

এই রায়ে সত্যি কি বদলাবে পরিস্থিতিটা? মনের মানুষটার হাত ধরে ঘুরলে এখন হয়তো কেউ কেস দেওয়ার ভয় দেখাবে না। কিন্তু মানসিকতা না পালটালে যে কিছুই হবে না, জানেন পাঞ্চালিরা। তবে তাঁরা আশাবাদী, রায়ে বাড়বে সচেতনতা।

ক্যামেরায় সুভাষ চক্রবর্তীর সঙ্গে শালিনী দত্ত।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভালবাসা কোনওদিন আইনের মুখ চেয়ে বসে থাকেনি, আইন বসে ছিল ভালবাসার মুখ চেয়ে