আজ, সোমবার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপি মহিলা মোর্চার নারী শক্তি সম্মেলনে এসে সুনীল বনশল বার্তা দেন, ‘‘আগামী দিনে আন্দোলন গড়ে তুলতে হবে। এখানে সরকার গড়বে বিজেপি। সকল মহিলা সুরক্ষিত হবে। প্রতি মণ্ডলে ৫০ জন করে মহিলা কার্যকর্তার টিম তৈরি করতে হবে। প্রতি বিধানসভা কেন্দ্রে আন্দোলন গড়ে তুলতে হবে।’’
আরও পড়ুন: এ কী বৃষ্টি! আরও আসছে… সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, কাল থেকেই…কবে কোন জেলায় তাণ্ডব?
advertisement
তিনি বলেন, ‘‘বাংলায় এক লাখ মহিলাদের নিয়ে মিছিল কর্মসূচি করার পরিকল্পনা বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় কে সরানোর মিছিল করতে হবে মহিলাদের। মমতা হঠাও বাংলা বাঁচাও।’’ বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক বনশল এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, মাফুজা খাতুন, মীনাদেবী পুরোহিত।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবেই যে এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছে, বনশল তা শুরুতেই স্পষ্ট করে দেন। নির্বাচনের প্রস্তুতির জন্য আর ছ’মাস সময় রয়েছে বলে বনশল সকলকে মনে করিয়ে দেন। এই ছ’মাসে মহিলা মোর্চাকে কোন কোন জনসংযোগ কর্মসূচি হাতে নিতে হবে, তা উল্লেখ করার পরে বনশল বলেন, ”আমি চাই ব্রিগেডে যেমন জনসভা হয়, সেই রকম ভাবে কলকাতায় এক লক্ষ মহিলার জমায়েত করা হোক।
বনশলের কথাকে সমর্থন করে, প্রস্তাবিত কর্মসূচিকে ‘মহিলা ব্রিগেড’ বলেও উল্লেখ করেন বিজেপি নেত্রী প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী। সভায় উপস্থিত মহিলা মোর্চার পদাধিকারীদের উদ্দেশে তিনি বলেন, ”যদি আমরা এক লক্ষ মহিলাকে নিয়ে এই মহিলা ব্রিগেড করতে পারি, তা হলে সেটা ঐতিহাসিক ব্রিগেড হবে। আপনারা যাঁরা আজ এখানে রয়েছেন, তাঁরা প্রত্যেকে ২০০ জন মহিলাকে আনতে পারলেই সংখ্যাটা এক লক্ষ ছাপিয়ে যাবে। আজ থেকেই খাতায় নাম লিখতে শুরু করুন, এই ২০০ জনকে আমি আনব।”