সোমবারই দিল্লিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যের বিজেপি সাংসদদের নিয়ে সুকান্ত মজুমদারের বাড়িতে একটি বৈঠক হয়৷ সূত্রের খবর, সুকান্তই যে রাজ্য সভাপতি পদে থাকছেন এই বৈঠক তারই ইঙ্গিত ছিল৷ কলকাতায় কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, অমিত মালব্যদের সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে দলীয় সাংসদদের উপস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নিজের বাসভবনে সুকান্ত মজুমদারের বৈঠকের পরই এই জল্পনা তুঙ্গে।
advertisement
যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকের শেষে দাবি করেছেন, এ দিনের বৈঠক পূর্ব নির্ধারিতই ছিল৷ এই বৈঠকে রাজ্য সভাপতি অথবা জেলা সভাপতি নির্বাচন নিয়ে কোনও আলোচনাই হয়নি৷
এরই মধ্যে আগামিকাল রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে আসার কথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷ দলের বিধায়কদের সঙ্গেও দেখা করার কথা তাঁর৷ লোকসভা নির্বাচনে হারের পর থেকেই কিছুটা অন্তরালে ছিলেন দিলীপ ঘোষ৷ রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল তাঁর৷ সেভাবে দলীয় কর্মসূচিতেও দেখা যাচ্ছিল না দিলীপ ঘোষকে৷ নিজের মতো করে জেলায় জেলায় গিয়ে দলের পুরনো নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন দিলীপ ঘোষ৷
এই পরিস্থিতিতে ফের তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের খবরে বিজেপির অন্দরেও নতুন করে জল্পনা ছড়িয়েছে৷ রাজ্য বিজেপির সভাপতির পদে দিলীপ সাফল্য তর্কাতীত৷ ফলে বঙ্গ বিজেপির শীর্ষ পদে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন ঘটছে কি না, সেই জল্পনাও শুরু হয়েছে৷
সহ প্রতিবেদন- পারাদীপ ঘোষ