প্রশান্ত কিশোর প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত বলেন, ''গোয়ার স্বপ্ন দেখিয়ে তৃণমূলের থেকে অনেক টাকা নিয়েছে প্রশান্ত কিশোর। তৃণমূলের সহযোগী তাদের হাত ছেড়েছে। তৃণমূলের পুরনো নেতা সুদীপ বন্দোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের কথা শুনবেন, নাকি কর্পোরেট ধান্দাবাজদের কথা শুনবেন, তা তৃণমূলের কর্মীরা বুঝতে পারছেন না!''
আরও পড়ুন: ক্রেডিট কার্ড আছে? খুব সাবধান! এই সরকারি অফিসারের ঘটনা শুনলে আঁতকে উঠবেন...
advertisement
এ রাজ্যের ভোটে অশান্তির প্রসঙ্গ তুলেও এদিন ফের আক্রমণ শানিয়েছেন সুকান্ত। তাঁর কথায়, ''সারা ভারতে সংস্কৃতিতে আমরা এগিয়ে। কিন্তু ভোটে এই অপসংস্কৃতি ছুড়ে ফেলতে হবে। দেখুন উত্তর প্রদেশে ভোট হল। বিরোধীদের একটি মাথার চুলও ছেড়া হয়নি।'' বিজেপি রাজ্য সভাপতির সংযোজন, ''তৃণমূল তো বলেছিল গোয়ায় সরকার গড়বে, সেই কথার কী হল? আমার মনে হয় না ৫-৬% ভোট পেয়েছে বলে। ২০২৪ আসতে-আসতে তৃণমূল ভেঙে টুকরো হয়ে যাবে। ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করুন, উনি যখন রাজনীতিতে এসেছিলেন তখন কত ইনকাম ছিল, এখন কত হয়েছে।''
আরও পড়ুন: বড় বিপদে অনুব্রত মণ্ডল, অনেক চেষ্টাতেও হল না শেষরক্ষা!
শুক্রবারের রাজ্য বাজেট নিয়ে তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি। তাঁর কটাক্ষ, ''রাজ্য সরকার দেউলিয়া হয়ে গেছে। পেনশন ফাইল বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। গাড়ির টাকা দেওয়া হচ্ছে না। ফিরহাদ হাকিমকে মনে করাই, কেন্দ্রীয় সরকার ৫-১০ টাকা পেট্রোলের দাম কমিয়েছেন। ওঁকে বলুন নিজের ঘর দেখতে। কংগ্রেস শাসিত রাজ্য কমিয়েছে। ওরা তো তেলের ভ্যাট কমাননি।
তাদের বস্তাপচা নীতি মানুষ প্রত্যাখ্যান করছে।''