আগামী ১ নভেম্বর, মঙ্গলবার থেকে ফের দুয়ারে সরকার ক্যাম্প শুরু প্রসঙ্গে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সরকারি সমস্ত ক্ষেত্রে টাকা না দিলে কোনও কাজ হয় না। তৃণমূল নেতা মন্ত্রীদের টাকা দিলেই সব মুশকিল আসান। দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে ঠিক এই ভাষাতেই খোঁচা দিলেন সুকান্ত মজুমদার।
advertisement
আরও পড়ুন - খুঁজে পাওয়া যাচ্ছে না! তৃণমূল-বিজেপির দুই তারকা জনপ্রতিনিধির 'নিখোঁজ' পোস্টার আসানসোলে
বলাবাহুল্য, দুয়ারে সরকারে যুক্ত হল আরও দু'টি পরিষেবা। আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্যব্যাপী দুয়ারে সরকার। ৩১ ডিসেম্বরের মধ্যেই দুয়ারে সরকারের সব সুবিধা দিয়ে দিতে হবে উপভোক্তাদের, এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে নবান্ন। সূত্রের খবর, জমির পাট্টার জন্য আবেদন পত্র ও বিদ্যুতের নতুন সংযোগ এবং বিদ্যুতের পুরনো বকেয়া মেটানো- এই দু'টি পরিষেবাও যুক্ত হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পে। আগামী ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সব আবেদন পত্রের নিষ্পত্তিও করে দিতে হবে বলে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য।
বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে এটিই শেষ দুয়ারে সরকারের ক্যাম্প৷ ফলে এবারের শিবির সফল করা রাজ্য প্রশাসনের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ৷ দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে প্রত্যন্ত এলাকাগুলিতেও সরকারি পরিষেবা যথাসম্ভব বেশি করে পৌঁছে দেওয়াই এবার লক্ষ্য নবান্নের৷ শিবির শুরুর ঠিক আগেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 'দুয়ারে সরকার' প্রসঙ্গে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন।
VENKATESWAR LAHIRI