এবার মামলাটি আসবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে৷ তিনি পুনরায় এই মামলার শুনানির জন্য বিচারপতি নির্দিষ্ট করবেন। যেহেতু মামলাটি প্রায় পূর্ণাঙ্গ শুনানি সম্পন্ন হয়েছে তাই মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসেই পাঠানোর সম্ভাবনা রয়েছে বলেই আদালত সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: ‘পারমাণবিক পরীক্ষা আমরা প্রথমে শুরু করব না’! ট্রাম্পের দাবি নস্যাৎ করে জানালেন পাক কর্মকর্তা
advertisement
প্রসঙ্গত, মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি চলছিল। কলকাতা হাইকোর্টে বিচারপতিদের মামলার বিচার্য বিষয় পরিবর্তনের পর মামলাটি শুনানির জন্য নির্ধারিত হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করেছিল ইডি৷ পরে ওই একই মামলাতে ফের ‘কালীঘাটের কাকুকে’ গ্রেফতার করে সিবিআই৷ সুজয়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে গত ১৮ ফেব্রুয়ারি তাঁকে জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট। জামিনের বেশ কিছু শর্তও দেওয়া হয়েছিল।
