TRENDING:

Sujay Krishna Bhadra: সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর, সিবিআইকে 'ভর্ৎসনা' হাইকোর্টের

Last Updated:

Sujay Krishna Bhadra: সিবিআই মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। মার্চ পর্যন্ত মামলার নিষ্পত্তি অবধি বজায় থাকবে শর্তসাপেক্ষ অন্তর্বতী জামিন। এমনটাই নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চের। পরবর্তী শুনানি ২০ মার্চ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সিবিআই মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। মার্চ পর্যন্ত মামলার নিষ্পত্তি অবধি বজায় থাকবে শর্তসাপেক্ষ অন্তর্বতী জামিন। এমনটাই নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চের। পরবর্তী শুনানি ২০ মার্চ।
সুজয় কৃষ্ণ ভদ্র
সুজয় কৃষ্ণ ভদ্র
advertisement

কী কী শর্ত দেওয়া হল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে?

শর্ত:

* সিবিআই নজরদারি করবে।

* বেহালার বাড়ি ও হাসপাতাল ছাড়া কোথাও যেতে পারবে না।

* ২ টি মোবাইল ফোন নম্বর সিবিআইকে দিতে হবে।

* সিআরপিএফ মোতায়েন থাকবে।

* পরিবার, ডাক্তার, আইনজীবী ছাড়া কেউ দেখা করতে পারবে না।

advertisement

আরও পড়ুন: কোন ‘ভিটামিনের’ অভাবে অকালে চুল ‘পেকে’ যায় জানেন…? সতর্ক না হলেই মাথা ভরা ‘সাদা’ চুল!

মামলায় ডিএসজি, সিবিআই, দ্বিরাজ দ্বিবেদী বলেন, “আমাদের ২ দিন সময় দেওয়া হোক আমরা হাসপাতালে টেস্ট করে আদালতে জমা দেব।” বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় উত্তরে মন্তব্য করেন “এই দুদিনে যদি তাঁর মৃত্যু হয়? আমরা একজনের শারীরিক অবস্থা নিয়ে ছিনিমিনি করতে পারি না। যেখানে অ্যাপোলো, বিএম বিড়লা হাসপাতাল যেখানে রিপোর্টে বলছে হারতে ২ থেকে ৩ টে ব্লকেজ আছে। সেখানে কী বলা যায়?”

advertisement

আরও পড়ুন: ভারতের ‘১০০ টাকা’ চিনে ‘কত’ হবে বলুন তো…? শুনলেই চমকাবেন, শিওর!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একইসঙ্গে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন প্রসঙ্গে বলেন, “একজনের শারীরিক দুরবস্থা নিয়ে সিবিআই-এর ভূমিকাকে আদালত ভাল চোখে দেখছে না। অ্যাপোলো, বি এম বিড়লা হাসপাতাল যেখানে রিপোর্টে বলছে ২ থেকে ৩ টে ব্লকেজ আছে। সেখানে সময় নষ্টের প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। তবে আদালত সম্পূর্ণ জামিনের পক্ষে নয়।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sujay Krishna Bhadra: সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর, সিবিআইকে 'ভর্ৎসনা' হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল