TRENDING:

Sujan Chakraborty: সিতাইয়ে গণ্ডগোল! সুজনের কটাক্ষ, 'অভিষেকই এবার কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে'

Last Updated:

Sujan Chakraborty: তৃণমূল শিবিরকে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সিতাইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরেই তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়। জনসংযোগ যাত্রায় সকলকে ভোট দেওয়ার আহবান জানিয়েছিলেন অভিষেক। গোপন ব্যালটের ব্যবস্থাও করেছিলেন। সিতাইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যেতেই হুড়োহুড়ি, মারামারি শুরু হয়ে যায়। গোটা ঘটনার ছবি সামনে আসতেই তৃণমূল শিবিরকে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুজন চক্রবর্তী।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুজন চক্রবর্তী।
advertisement

সুজন চক্রবর্তী বলেন, "তৃণমূলের জনজোয়ারের মাজা ভেঙে গেছে তৃণমূলের সভায় এত পুলিশ রয়েছে। অভিষেকের সভায় সরকারি ব্যবস্থাপনা। নির্বাচন কমিশনের ভোট লুঠ হয়েছে ২০১৮ সালে, তৃণমূলের ভোট লুঠ হয়েছে ২০২৩ সালে। পিসির ভাটার টান, আর ভাইপোর জনজোয়ার। কত বিশাল বিশাল তাবু, সেটা দেখতে লোক আসছে। আজ ভোটের বক্স লুঠ হয়েছে, এরপর তাবু, গাড়ির টায়ারও লুঠ হবে।"

advertisement

তিনি বলেন, "১০০ দিনের কাজের টাকা লুঠ হয়েছে, কোথায় গেছে? চাকরির টাকা কোথায় গেছে? তার কিছু অংশ মাত্র এটা। আমি বলেছিলাম ১০০ কোটি। যাঁরা জানেন তাঁরা বলছেন আমি কিছুই জানি না। শয়ে শয়ে কোটি টাকা কর্পোরেটের মত খরচ হচ্ছে। এটা জনজোয়ার না, অভিষেক এর যাত্রা। এটাতে লুঠের মহড়া চলছে। ২০২৩ এর ভোটে প্রার্থী দিতে পারবেনা। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, তৃণমূল যে লুটেরাদের পার্টি সেটা প্রমাণিত হল।"

advertisement

আরও পড়ুন, আর মাত্র দেড় মাস! বিরল অবস্থানে যাচ্ছে শনি, ৫ রাশি এখনই সতর্ক হয়ে যান

আরও পড়ুন, টানা চলছে বৃষ্টি, কমছে গরম! দিঘায় আবহাওয়ার বিরাট বদল, জানুন বিশদে

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

সুজনরে কটাক্ষ, "ভোট করার যোগ্যতাই নেই তৃণমূলের। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা হোক। কেন্দ্র না দিলে আবাসের টাকা দেবেন মুখ্যমন্ত্রী । আবাসের টাকা তো লুঠ করে বান্ডিল করাই আছে, মুখ্যমন্ত্রীকে তো দিতেই হবে। এই ভোটেও কেন্দ্রীয় বাহিনী? ২০০০ পুলিশ ছিল, তার পরেও ব্যালট লুঠ হল। এখন যা পরিস্থিতি তাতে অভিষেক এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই ভোট করানোর দাবি করতেই পারে।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sujan Chakraborty: সিতাইয়ে গণ্ডগোল! সুজনের কটাক্ষ, 'অভিষেকই এবার কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল