এদিন ছিল উপনির্বাচনের জন্য প্রচারের শেষ দিন ৷ বামপ্রার্থী মন্দিরা পন্ডার হয়ে হলদিয়া ও তমলুকে প্রচার মিছিল করেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব সহ প্রথম সারির বাম নেতারা ৷ হলদিয়ায় রানিচকে সিপিআইএম-এর প্রচার চলাকালীন ছড়ায় উত্তেজনা ৷ মিছিলে হামলা চালায় কিছু যুবক ৷ ছিঁড়ে দেওয়া হয় সূর্যকান্ত মিশ্রর পরনের শার্ট ৷ এমনকী তাঁকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ ৷
advertisement
সূর্যকান্ত মিশ্রের ওপর হামলার প্রতিবাদ করে বৃহস্পতিবার অবরোধে সামিল হলেন সুজন চক্রবর্তী ও শ্যামল চক্রবর্তী ৷ প্রতিবাদী মিছিলে চড়াও হল পুলিশ ৷ বিক্ষোভে লাঠি উঁচিয়ে তাড়া করল পুলিশ ৷ অবরোধ থেকেই গ্রেফতার হলেন সুজন চক্রবর্তী ও শ্যামল চক্রবর্তী ৷ গোটা ঘটনার তীব্র নিন্দা করেন সুজন ৷ পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ পোয়ন করেছেন শ্যামল-সুজন দু’জনেই ৷
সিপিআইএম-এর দাবি, মিছিলের শুরুতে বাধা দেয় পুলিশ। এরপরই উল্টো দিক থেকে আসা একাধিক তৃণমূলের মিছিলের সঙ্গে দফায় দফায় বাকবিতণ্ডা চলে। রানিচকের মোড়ে তৃণমূলের আরও একটি মিছিলের সঙ্গে বিতণ্ডায় জড়ায় সিপিআইএম। ক্রমে তা হাতাহাতির পর্যায় পৌঁছয়। বামেদের অভিযোগ, আক্রান্ত হন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব সহ বেশ কয়েকজন বাম নেতা। এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার বাম নেতারা। যদিও ঘটনা নিয়ে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে দাবি তৃণমূলের।
এদিকে সূর্যকান্ত মিশ্রের উপর হামলা প্রতিবাদে ধর্মতলা অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম নেতা সহ কর্মী ও সমর্থকেরা ৷ অবরোধ থেকে গ্রেফতার করা হয় সুজন ও শ্যামলকে ৷ পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা করলেন সুজন ৷ অন্যদিকে, বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ ৷