আদালতে সিবিআই আইনজীবী এদিন প্রশ্ন তোলেন, ‘‘সাধারণ মানুষের কোটি কোটি টাকা নয়ছয় ৷ সেই ব্যক্তির সংস্পর্শে থাকা সাংসদের কাজ নয় ৷ এটা সাংসদের ক্ষমতার অপব্যবহার ৷ তাঁর বিরুদ্ধে যথেষ্টই তথ্যপ্রমাণ রয়েছে ৷ তিনি রোজভ্যালির অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন, সেই প্রমাণও রয়েছে ৷’ এই সব তথ্য আদালতের সামনে তুলে ধরে সুদীপের জামিনের তীব্র বিরোধিতা করে সিবিআই ৷ একইসঙ্গে গৌতম কুণ্ডুকে ফের জেরার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷
আদালতে পেশের আগেই অবশ্য এদিন সংবাদমাধ্যমের সামনে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, ‘‘আমাকে ফাঁসাচ্ছে সিবিআই, আমাকে ছাড়বে না ৷ নোট বাতিলের প্রতিবাদ করেছি, তাই আমি গ্রেফতার হয়েছি ৷ আমি বীরের মত এসেছি, বীরের মতই থাকব ৷’’ তৃণমূলের নেত্রীর নামে স্লোগান দিতে দিতে আদালতে প্রবেশ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তাপস পালের পর তাঁকেও ২৫ জানুয়ারি অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ভুবনেশ্বর আদালত ৷