TRENDING:

কাঁথিতে 'পাল্টা' সভা হবে, শুভেন্দু সভা করবেন হাজরাতেও! অনুমতি আদালতের

Last Updated:

আদালতের নির্দেশ, শান্তি বজায় রেখে, শব্দবিধি মেনে করতে হবে এই সভা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুভেন্দু অধিকারীর দু'টি সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, আগামী ১২ ডিসেম্বর কলকাতার হাজরা এবং ২১ ডিসেম্বর কাঁথির সভা করতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। আদালতের নির্দেশ, শান্তি বজায় রেখে, শব্দবিধি মেনে করতে হবে এই সভা।
শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
advertisement

আদালতের আরও নির্দেশ, সভার শেষে সভাস্থল পরিষ্কার করতে হবে। কাঁথির সভা নিয়ে আগামী মঙ্গলবারের মধ্যে উপযুক্ত শর্ত আরোপ করতে হবে মহকুমাশাসককে। কলকাতা ও কাঁথিতে দু'টি সভার প্রশাসনিক অনুমতি না মেলায় আবারও আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারের শুনানিতে অবশেষে সেই অনুমতি মিলল।

আরও পড়ুন: মোদির রাজ্যে রেকর্ড, গুজরাতে নিরঙ্কুশ বিজেপি! ১৫০-র গণ্ডি পার

advertisement

গত ৩ ডিসেম্বর কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির কাছে সভা করেছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে জবাব দিতে সেদিনই পাল্টা সভা করেছিলেন শুভেন্দুও। খাস অভিষেকের গড় বলে পরিচিত ডায়মন্ড হারবারে সভা করেছিলেন তিনি। সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন বিজেপি নেতা। কাঁথিতে দাঁড়িয়েই অভিষেককে জবাব দিতে চান বিজেপি নেতা।

আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যালয়ে ১০ হাজারেরও বেশি পদে নিয়োগ, যোগ্যতা শুধু ১২ পাস

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! এবার বিনামূল্যে টিউশনি-পড়াশুনা বারাসাতে
আরও দেখুন

কাঁথি শহরের যে মাঠে অভিষেক বক্তব্য রেখেছিলেন, সেই প্রভাত কুমার কলেজের মাঠেই আগামী ২১ ডিসেম্বর সভা করতে চলেছে বিজেপি। প্রধান বক্তা শুভেন্দু অধিকারী। এদিন আদালতের অনুমতির পর ঘরের মাঠে অভিষেককে জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। তার আগেই অবশ্য ১২ ডিসেম্বর কলকাতার হাজরাতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াবেন শুভেন্দু অধিকারী।

বাংলা খবর/ খবর/কলকাতা/
কাঁথিতে 'পাল্টা' সভা হবে, শুভেন্দু সভা করবেন হাজরাতেও! অনুমতি আদালতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল