সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মঘাতী ছাত্রী ! ঘটনাটি ঘটেছে সোনারপুরের বৈদ্যপাড়ায় ৷ সোনারপুর থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ প্রেমিকের সঙ্গে ভিডিও কল করার সময়ই আত্মঘাতী হয় ওই ছাত্রী ৷ পুলিশ মেয়েটির ফোন উদ্ধার করেছে ৷ সেই ফোনের চ্যাট থেকেই পুলিশের প্রাথমিক অনুমান, লাইভ চ্যাট করতে করতেই মেয়েটি আত্মহত্যা করে ৷ যদিও ফোনের মধ্যে মেয়েটির চ্যাট থাকলেও ছেলেটির সমস্ত চ্যাট ডিলিট বলে জানা গিয়েছে ৷
advertisement
মেয়ের মৃত্যুর পরই কান্নায় ভেঙে পড়েছেন ছাত্রীটির মা ৷ আত্মঘাতী ছাত্রী দ্বাদশ শ্রেণির পড়ুয়া মৌসুমী মিস্ত্রি ৷ মানসিক অবসাদগ্রস্থ হয়েই সম্ভবত আত্মঘাতী হয় মৌসুমি ৷ পুলিশের প্রাথমিক অনুমান এমনটাই ৷
মৌসুমির পরিবার সূত্রে খবর, আত্মঘাতী হওয়ার সময় মৌসুমি তার প্রেমিককে ছাড়াও গড়িয়ার চন্দন স্যারকেও ফোন করে ৷ এমনকী, গতকাল সন্ধ্যেবেলা বৈদ্যপাড়ার জলসা দেখে ফেরার পর থেকেই তার আচরণে অস্বাভাবিকতা দেখা গিয়েছিল বলে দাবি করেন মৌসুমির মা ৷ তবে,মৌসুমিকে জিজ্ঞেস করেও কোনও উত্তর মেলেনি বলে জানান তিনি ৷ মৌসুমির ফোনে এখনও রয়েছে সেই ভিডিও ৷