TRENDING:

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে গাড়ি ব্যবহারে কঠোর নিয়ম, পাশাপাশি বাইক মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের

Last Updated:

Panchayat Election 2023: আগাম অনুমতি সাপেক্ষে কে, কতগুলি গাড়ি ব্যবহার করতে পারবেন সে ব্যাপারে বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে জেলাগুলিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এ বার পঞ্চায়েত নির্বাচনে গাড়ির ব্যবহার নিয়ে বিশেষ সতর্কতা রাজ্য নির্বাচন কমিশনের। জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি অথবা গ্রাম পঞ্চায়েত স্তরে প্রচারের জন্য, ভোট গ্রহণের দিন এবং ফল ঘোষণার দিন প্রার্থীরা আগাম অনুমতি সাপেক্ষে কে, কতগুলি গাড়ি ব্যবহার করতে পারবেন সে ব্যাপারে বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে জেলাগুলিতে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

জেলা পরিষদের প্রার্থীদের ও নির্বাচনী এজেন্টদের প্রচারে একটি মাত্র চার-চাকার গাড়ি ব্যবহারের অনুমতি দিল রাজ্য নির্বাচন কমিশন। সেই নির্দিষ্ট গাড়িটির নম্বর আগে থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানিয়ে রাখতে হবে। একইরকম ভাবে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের প্রচার চার চাকার গাড়ি ব্যবহারের নিষেধাজ্ঞা কমিশনের। এই দুই স্তরের প্রার্থীরা ও তার নির্বাচনী এজেন্ট রা দু-চাকা অথবা তিন চাকার গাড়ি ব্যবহার করতে পারবেন। বাধ্যতামূলক ভাবে সেই গাড়ির নম্বর রিটার্নিং অফিসারকে জমা দিতে হবে।

advertisement

স্বীকৃত রাজনৈতিক দলগুলি প্রচারে, প্রতিটি সাব ডিভিশনে একটি করে গাড়ি ব্যবহার করতে পারবে। এছাড়া গোটা জেলার জন্য অতিরিক্ত আরও একটি গাড়ি ব্যবহার করা যাবে। মহকুমা শাসকের থেকে গাড়ির অনুমতি নিতে হবে।

আরও পড়ুনঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের শীর্ষে আরাবুল-শওকতের জেলা, তারপরেই অনুব্রতের বীরভূম, ভোট হচ্ছে না ৮ হাজার আসনে

আগাম অনুমতির সাপেক্ষে রোড-শো তে চারটে গাড়ি ব্যবহার করার অনুমতি থাকছে। দুই , তিন ও চার চাকা মিলিয়ে চারটি গাড়ি ব্যবহারে কমিশনের ছাড়পত্র।

advertisement

এবার প্রচারে বাইক মিছিলেও নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। একই ভাবে নির্বাচনের দিন জেলা পরিষদের প্রার্থীরা একটি চার চাকার গাড়ি এবং পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীরা একটি দু-চাকা অথবা তিন চাকার গাড়ি ব্যবহার করতে পারবে। ভোটের দিন রাজনৈতিক দল গুলি দু-চাকা , তিন-চাকা অথবা চার-চাকা গাড়ি দুটির বেশি ব্যবহার করতে পারবে না। গাড়ি নিয়ে যত্রতত্র ঘোরাতেও নিষেধাজ্ঞা কমিশনের।

advertisement

এছাড়াও এবার পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণের দিন কোনও গাড়িতেই দলীয় স্লোগান, প্রতীক , প্রার্থীর সমর্থনে প্রচারমূলক কোনও ছবি ব্যবহার করতে পারবে না। রাজনৈতিক দলগুলোর গাড়িতে কোনওভাবেই ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা যাবে না। রাজনৈতিক দলের প্রার্থী ও দলগুলোকে এই মর্মে জেলাশাসক, রিটার্নিং অফিসারদের নির্দেশ দিতে বলল নির্বাচন কমিশন। কমিশনের এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

RAJIB CHAKRABORTY

বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে গাড়ি ব্যবহারে কঠোর নিয়ম, পাশাপাশি বাইক মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল