TRENDING:

খেজুরের মধ্যে চরস ভরে অভিনব কায়দায় চিনে পাচার, গ্রেফতার ৩

Last Updated:

রবিবার কলকাতা পুলিশের এসটিএফ আরও এক অভিনব মাদক পাচার চক্রের চাই সহ তিনজনকে গ্রেফতার করল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Sujay Pal
advertisement

#কলকাতা: ২০ কেজি চরস ধরল এসটিএফ। ভারত থেকে চিনে পাচারের সময় জোকায় এসটিএফের জালে ৩। চরসের বাজারমূল্য ৮৫ লক্ষ টাকা। কয়েকবছর ধরে খেজুরের ব্যবসার আড়ালে মাদক চক্র চালাছিল জাকির ও প্রশান্ত দাস ৷ স্থানীয়রা তাদের খেজুরের এক্সপোর্টার বলেই জানে ৷ খেজুরের ব্যবসার আড়ালেই রমরমিয়ে চলছিল তাদের মাদক ব্যবসা।

advertisement

রবিবার কলকাতা পুলিশের এসটিএফ আরও এক অভিনব মাদক পাচার চক্রের চাই সহ তিনজনকে গ্রেফতার করল। যারা কলকাতা থেকে চিনে মোটা টাকা মুনাফায় মাদক পাচার করত।

এসটিএফ সূত্রে খবর, দক্ষিণ কলকাতার একটি দামি বহুতলে ফ্ল্যাট ভাড়া করে চলত এদের কারবার।

এসটিএফের গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে, সস্তায় গোটা খেজুর কিনে ব্লেড বা ছুরি দিয়ে তার পেট কেটে বীজ বের করে দেওয়া হত। তারপর তাতে যত্ন করে ভরা হত চরসের ছোট ছোট প্যাকেট। তারপর তা খেজুরের ব্রান্ডেড প্যাকেটে ভরে স্যুটকেসে ভরে নেওয়া হত। তারপর সোজা চিন ৷ সেখানকার হ্যান্ডলারদের কাছে পৌঁছে দেওয়া হত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শনিবার এই চক্রের ডেরায় হানা দিয়ে ২০ কেজি চরস-সহ জাকির, মাসুক আহমেদ ও প্রশান্ত দাসকে গ্রেফতার করে এসটিএফ। স্যুটকেসে চরস ভরার সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। রবিবার চিনে যাওয়ার কথা ছিল। ফ্লাইট টিকিটও মিলেছে তাদের থেকে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
খেজুরের মধ্যে চরস ভরে অভিনব কায়দায় চিনে পাচার, গ্রেফতার ৩