TRENDING:

সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য নয়া নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের

Last Updated:

রাজ্যের সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসকরা এবার থেকে স্বাস্থ্য দফতরের ছাড়পত্র ছাড়া বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে পারবেন না। বুধবার এই মর্মে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওঙ্কার সরকার, কলকাতা: সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য নয়া নির্দেশ জারি রাজ্য স্বাস্থ্য দফতরের। রাজ্যের সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসকরা এবার থেকে স্বাস্থ্য দফতরের ছাড়পত্র ছাড়া বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে পারবেন না। বুধবার এই মর্মে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এখানেই শেষ নয়, রাজ্য স্বাস্থ্য দফতরের নয়া এই নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরা হাসপাতালে ঠিক কতক্ষণ সময় দিচ্ছেন, তারও হিসেব দিতে হবে।
advertisement

কী বলা হয়েছে নয়া এই নির্দেশিকায়? বেসরকারি হাসপাতালে কোনও সরকারি হাসপাতালের চিকিৎসক যুক্ত থাকলে, তাঁকে প্রথমে স্বাস্থ্য দফতরের ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন এবং ডিরেক্টর অফ হেল্থ সার্ভিস-এর থেকে "নো অবজেকশন সার্টিফিকেট" নিতে হবে, তবেই তিনি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা করতে পারবেন। ২০১৭ সালের ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট-এর ক্লজ ৬ এর চ্যাপ্টার ২ অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, সরকারি হাসপাতালে চাকুরিরত চিকিৎসকেরা সরকারি হাসপাতালে কতক্ষণ সময় দিচ্ছেন, তারও হিসেব দিতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ'বিষয়ে সার্ভিস ডক্টরস ফোরামের সম্পাদক সজল বিশ্বাস জানিয়েছেন "আজ পযর্ন্ত মেডিক্যাল কাউন্সিল বা স্বাস্থ্য দফতরের কোনও আইন নেই, যেখানে ইন্টার্নরা ওই মেডিক্যাল কলেজের বাইরে গিয়ে চিকিৎসা করতে পারেন। তাহলে দেশের সমস্ত আইন কানুনকে তোয়াক্কা না করে সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র‍্যাক্টিস সংক্রান্ত নির্দেশের মধ‍্যে কীভাবে ইন্টার্নদের বেসরকারি প্রতিষ্টানে প্র‍্যাক্টিসের বিষয়টি উল্লেখিত হয়েছে তা বোধগম্য নয়!''

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য নয়া নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল