সেই বড় সংখ্যার মৃত্যু ঠেকাতে উদ্যোগী রাজ্য সরকার। আর তাই ইতিমধ্যেই সরকারের তরফে তৈরি করা হয়েছে ” স্নেক বাইট প্রিভেনশন অ্যান্ড রেসকিউ ” নামক মোবাইল অ্যাপ্লিকেশন। অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে সহজেই যে কেউ ডাউনলোড করতে পারেন এই মোবাইল অ্যাপ্লিকেশন। এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানা যাবে সর্পাঘাতের রোগীকে নিকটবর্তী ১০ কিলোমিটারের মধ্যে কোন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করা যাবে, সেই তথ্য। সেই হাসপাতালে অ্যান্টি ভেনম আছে কি না, মিলবে তারও তথ্য। এখানেই শেষ নয়, কোনও সাপের ছবি তুলে অ্যাপ্লিকেশনে আপলোড করলেই সেই নির্দিষ্ট সাপের সম্পর্কে বিস্তারিত তথ্যও মিলবে।
advertisement
বহু ক্ষেত্রেই সাপ দেখলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন অনেকেই। কীভাবে সেই সাপ ধরা যাবে? কোথা থেকে স্নেক ক্যাচারদের নম্বর পাওয়া যাবে সেই নিয়েও সমস্যায় পড়েন। এক্ষেত্রে সেই সমস্যা নিবারণ করা হয়েছে নতুন এই মোবাইল অ্যাপ্লিকেশনে। মোবাইল লোকেশন অনুযায়ী স্থানীয় স্নেক ক্যাচারদের নাম, মোবাইল নম্বর সবই মিলবে এক ক্লিকেই। সাধারণত সাধারণ মানুষ সাপের সম্পর্কে অন্ধকারে থাকেন। সেই বিষয়কে মাথায় রেখে সাপের সম্পর্কে শিক্ষামূলক বিভিন্ন ভিডিও মিলবে এক ক্লিকেই।
এ বিষয়ে আন অভয়ডেবল ডেথ নেটওয়ার্ক এর রিজিওনাল কো অর্ডিনেটর স্নেহেন্দু কোঙার জানান, “সরকার দারুণ অ্যাপ্লিকেশন তৈরি করেছে। আমরা এই অ্যাপসের সচেতনার মূলক প্রচারের জন্য চিঠি লিখব।” রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, “এই অ্যাপ মানুষের স্বার্থে তৈরি করা হয়েছে। অনেক তথ্য দিয়ে তৈরি এই অ্যাপস।”