এই সুবিধা চালু করার কথা বহুদিন ধরেই হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছিল। তাতে রাজ্য সরকারও এবার সবুজ সংকেত দিয়েছে। এস এস কে এম হাসপাতাল সূত্রের খবর, হেলথ স্কিমে ক্যাশলেস করার প্রক্রিয়া শুরু হয়েছে। মাস খানেকের মধ্যেই তা চালুও হয়ে যাবে।
advertisement
এস এস কে এম হাসপাতালের শতাব্দী প্রাচীন উডবার্ন ওয়ার্ডে বর্তমানে তিন ধরনের মিলিয়ে মোট ৩৫ টি কেবিন আছে। বড় সিঙ্গল কেবিনের দৈনিক ভাড়া দিনে ৪ হাজার টাকা। ছোট সিঙ্গল কেবিন গুলির দৈনিক ভাড়া আড়াই হাজার টাকা। রয়েছে দু’ হাজার টাকা বেড ভাড়ার টুইন শেয়ারিং কেবিনও।
একদিকে কেবিনের ভিতরে রোগীদের জন্য আধুনিক বেড, আরামদায়ক অত্যাধুনিক সব আসবাব, অন্যদিকে কেবিনের বাইরে রোগীদের পায়চারি করার জন্য চওড়া বারান্দা, বসার জন্য ইজিচেয়ার। ক্যাশলেস সুবিধা চালু হওয়ার ফলে আরও রোগী যে এই হাসপাতালের শতাব্দী প্রাচীন এই কেবিনগুলির দিকে আরও আকর্ষিত হবেন সেই বিষয়ে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ।
বর্তমানে রাজ্য সরকারের হেলথ স্কিমের আওতায় রয়েছেন প্রায় আড়াই লক্ষ সরকারি কর্মী ও সাড়ে তিন লক্ষ পেনশনভোগী। এতদিন উডবার্ন ওয়ার্ডের কেবিনগুলিতে ভর্তি হয়ে তাঁরা হেলথ স্কিমের পরিষেবা নিতে পারতেন। কিন্তু এতে রিইমবার্সমেন্ট সিস্টেমে প্রথমে টাকা নিজের থেকে দিতে হত পরে তা ফিরে পাওয়া যেত৷ টাকা মেটানোর পর সেই বিল সরকারের কাছে পাঠিয়ে ক্লেম করা যেত। টাকা মেটানোর পদ্ধতিও অবশ্য এখানে আধুনিক হয়েছে। নগদের পাশাপাশি চালু হয়েছে কার্ডও। কিন্তু করে এই কেবিনগুলি কবে থেকে ক্যাশলেস হবে, সেদিকে মুখিয়ে ছিলেন রাজ্য সরকারি কর্মী এবং পেনশন ভোগীরা। এইবার সেই সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার।
Onkar Sarkar