TRENDING:

Panchayat Election 2023: হিংসা-হানাহানি বরদাস্ত নয়, জেলায় জেলায় নজরদারিতে আজ বড় পদক্ষেপ কমিশনের, কী সিদ্ধান্ত?

Last Updated:

Election Commission: রাজ্যের সিনিয়র আইএএস আধিকারিকদের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। পঞ্চায়েত ভোটের সঙ্গে যুক্ত অবস্থায় কারও কোন অভিযোগ থাকলে বিশেষ পর্যবেক্ষকদের সে বিষয়ে  অভিযোগ জানাতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ রাজ্যের ২০ জেলার জন্য ২০ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ। নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল রাজ্য নির্বাচন কমিশন। আজ শনিবার থেকেই বিশেষ পর্যবেক্ষকরা জেলাভিত্তিক পঞ্চায়েত নির্বাচনের নজরদারির কাজ শুরু করবেন।
রাজ্য নির্বাচন কমিশন
রাজ্য নির্বাচন কমিশন
advertisement

কমিশন সূত্রে খবর, রাজ্যের সিনিয়র আইএএস আধিকারিকদের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। পঞ্চায়েত ভোটের সঙ্গে যুক্ত অবস্থায় কারও কোন অভিযোগ থাকলে বিশেষ পর্যবেক্ষকদের সে বিষয়ে  অভিযোগ জানাতে পারবেন। তার জন্য বিশেষ পর্যবেক্ষকদের নাম মোবাইল নম্বর-সহ বিস্তারিত তথ্য দেওয়া হবে। এ নিয়ে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলার জেলাশাসকদের।

advertisement

আরও পড়ুনঃ ঝড়বৃষ্টি-বজ্রপাত কোথায় কোথায়? এক ক্লিকে এলাকার আবহাওয়ার সব তথ্য, কীভাবে দেখুন

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য আগেই ২৭৩ জন পর্যবেক্ষক নিয়োগ করেছিল রাজ্য নির্বাচন কমিশন। চলতি সপ্তাহের সোমবার রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত আধিকারিকদের এই পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়। প্রত্যেক পর্যবেক্ষককে একটি করে ব্লকের দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার থেকে পর্যবেক্ষকদের প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে।

advertisement

কমিশন নির্দেশ দেয়, গণনাপর্ব সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সমস্ত আধিকারিক সংশ্লিষ্ট ব্লকের ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন। একইসঙ্গে এই সমস্ত আধিকারিক নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কাজ করবেন। মূলত এ বারের ভোটের দায়িত্বে দেওয়া হয় বিশেষ সচিব পর্যায়ের আধিকারিকদের। আর এ বারে ভোটে যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ২০ জেলার জন্য ২০ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায় 

বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: হিংসা-হানাহানি বরদাস্ত নয়, জেলায় জেলায় নজরদারিতে আজ বড় পদক্ষেপ কমিশনের, কী সিদ্ধান্ত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল