পরিবারের জন্য কত মানুষ তো কত কিছু করেন। পরিবারের দায়-দায়িত্বের জন্য কত মানুষের স্বপ্নের অপমৃত্যু ঘটে। তবে শুভম নামের এই ছেলেটি নিজের স্বপ্ন নিয়েই লড়ছেন। আর লড়ছেন পরিবারের জন্য। একটা মঞ্চ পেলে হয়তো তিনি নিজের প্রতিভার জানান দেওয়ার সুযোগ পেতেন। মঞ্চ নেই। কিন্তু দায় আছে। আর তাই তিনি ফুটপাথকেই বেছে নিয়েছেন মঞ্চ হিসেবে।
advertisement
আরও পড়ুন- প্রশ্নপত্রে 'আজাদ কাশ্মীর'! এবার শিক্ষকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পর্ষদের
বাবার ডায়ালিসিস-এর টাকা, কলেজের ফি- এত টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খাওয়ার জোগাড়। এ বঙ্গে এখন চাকরি, ছোটখাটো কাজ জোগারের পরিস্থিতির কথা প্রায় সবারই জানা। ফলে গিটার আর গলার সুরই ভরসা। আর এই দুইয়ের উপর ভরসা করেই শুভম নামলেন লড়াইয়ে। পার্ক স্ট্রিটের রাস্তায় গিটার হাতে দাঁড়িয়ে তিনি গান গাইতে শুরু করলেন।
শুভম সেন্ট জেভিয়ার্স কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া। বাবার ডায়ালিসের খরচের কথা একটি পোস্টারে লিখে গান গেয়ে টাকা জোগাড়ে নেমেছেন তিনি। সেই পোস্টারে তিনি নিজের ও পরিবারের আর্থিক পরিস্থিতি ও সমস্যার সবটুকু লিখেছেন।
আরও পড়ুন- আর উত্তরবঙ্গ কেন, এবার কলকাতাতেই জলদাপাড়া-ভ্রমণ! কোথায় সে জায়গা? দেখুন ছবি
গান গেয়ে অর্থ জোগাড়ের চেষ্টা করছেন তিনি। পথচলতি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। কেউ বা অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছেন তাঁর দিকে। তবে শুভমের লড়াই থামছে না। এ লড়াই চলছে, চলবে।