TRENDING:

RG Kar lady doctor rape and murder case: 'পক্ষপাতদুষ্ট তদন্ত! সরানো হোক অধ্যক্ষকে', প্রেস বিবৃতিতে সরব এসএসকেএমের চিকিৎসকরা

Last Updated:

আরজি কর কাণ্ডে সরব হলেন এসএসকেএম-এর আবাসিক ডাক্তাররা। এ দিন এক সাংবাদিক বৈঠকে এসএসকেএম-এর আবাসিক ডাক্তাররা জানান, আরজি কর হাসপাতালের মধ্যেই ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ এবং চিন্তিত। ঘটনার ঠিকমতো তদন্ত হচ্ছে না বলেও তাঁদের দাবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি কর কাণ্ডে সরব হলেন এসএসকেএম-এর আবাসিক ডাক্তাররা। এ দিন এক সাংবাদিক বৈঠকে এসএসকেএম-এর আবাসিক ডাক্তাররা জানান, আরজি কর হাসপাতালের মধ্যেই ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ এবং চিন্তিত। ঘটনার ঠিকমতো তদন্ত হচ্ছে না বলেও তাঁদের দাবি। যে কারণে, কী ভাবে এরকম ঘটনা ঘটতে পারে তা স্পষ্ট হচ্ছে না বলে জানান তাঁরা। নবীন চিকিৎসকদের মতে, এই তদন্ত পক্ষপাতদুষ্ট।
'পক্ষপাতদুষ্ট তদন্ত! সরানো হোক অধ্যক্ষকে', প্রেস বিবৃতিতে সরব এসএসকেএম
'পক্ষপাতদুষ্ট তদন্ত! সরানো হোক অধ্যক্ষকে', প্রেস বিবৃতিতে সরব এসএসকেএম
advertisement

উপরন্তু, আরজি কর কাণ্ডের প্রতিবাদে এসএসকেএম-এর দুই আবাসিক ছাত্রের নিগ্রহের ঘটনাও সামনে আনা হয়েছে। সাংবাদিক বৈঠকে নিগৃহীতদের সহকর্মী চিকিৎসকরা জানান, শান্তিপূর্ণ ভাবেই প্রতিবাদে শামিল হয়েছিলেন ওই দুই আবাসিক চিকিৎসক। এর পরই পুলিশ এবং স্বঘোষিত আরজি কর চিকিৎসকদের হাতে তাঁরা নিগৃহীত হন বলে অভিযোগ। প্রেস বিবৃতিতে সতীর্থ ডাক্তারদের উপর এই হিংসাত্মক আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আবাসিক ডাক্তাররা। তাঁদের দাবি, “আরজি কর কাণ্ড এবং এ ধরনের চিকিৎসক নিগ্রহের ঘটনা বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা ছিনিয়ে নিচ্ছে।”

advertisement

আরও পড়ুন- খুন ও ধর্ষণের পর জুতো থেকে রক্ত ধুয়েছিল সঞ্জয়! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

এর পরই প্রেস বিবৃতিতে স্পষ্ট করে দেওয়া হয়, নন এমারজেন্সি পরিষেবা বন্ধই থাকবে এসএসকেএম-এ, যদি না তাঁদের দাবি পূরণ করা হয়। কী কী দাবি, স্পষ্ট করা আছে ওই বিবৃতিতেই।

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার বুকে রাজস্থানি মন্দির! কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির হৈ চৈ সংঘ
আরও দেখুন

প্রথমত, আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদত্যাগ চান তাঁরা। দাবি করেন, “সঠিক পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করতে হবে। কর্তৃপক্ষকে মানতে হবে, তারা ব্যর্থ।” আবাসিক ডাক্তাররা আরও বলেন, “পদক্ষেপ করা হোক, সেটাই দেখতে চাইছি। নিরপেক্ষ তদন্ত চাইছি। সিবিআই তদন্ত চাইছি।” সেই সঙ্গে এসএসকেএম-এর প্রতিবাদ করতে যাওয়া ডাক্তারদের মারধর করার জন্যও ক্ষমা চাইতে হবে, এমনই জানান তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar lady doctor rape and murder case: 'পক্ষপাতদুষ্ট তদন্ত! সরানো হোক অধ্যক্ষকে', প্রেস বিবৃতিতে সরব এসএসকেএমের চিকিৎসকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল