আরও পড়ুন: ফের খুনের বদলা আগুন, জ্বলল বাড়ি-গাড়ি! গলসিতে ঠিক ঘটল কী? পুরুষশূন্য গ্রাম
বিশ্বের মোট ৪০ হাজার চিকিৎসকের মাধ্যমে, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে নিউজ উইক এই সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষার ভিত্তিতে দেখা গিয়েছে, চিকিৎসা পরিষেবার বিষয়ে রোগীদের সন্তুষ্টির বিচারে বাকি দেশের তুলনায় শ্রেষ্ঠত্ব এসে ধরা দিয়েছে কলকাতার এই হাসপাতালেই। মূলত বিচার করা হয়েছে রোগীদের চিকিৎসা পদ্ধতি, হাসপাতালের স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা, সব কিছুর মানদণ্ড বিচার করেই। এগুলির বিচারেই বিশ্বের সেরা হাসপাতালের তকমা পেল এসএসকেএম।
advertisement
ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তৈরি কলকাতার এই ঐতিহ্যবাহী হাসপাতাল কলকাতার স্বাস্থ্য ব্যবস্থার প্রাণকেন্দ্র বলা চলে। ইতিহাসেও বার বার এই হাসপাতালের পালকে একের পর এক পালক যুক্ত হয়েছে বার বার। ১৭৭০ সালের আশেপাশে তৎকালীন সরকারের অধিগ্রহণ করা জমিতে হাসপাতালের ভবন তৈরির কাজ শুরু হয়। তার পর থেকেই সাধারণ মানুষের চিকিৎসার কাজে উৎসর্গীকৃত এই হাসপাতালের সুনাম ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। শুধু চিকিৎসার জন্য নয়, চিকিৎসাবিদ্যা পঠন-পাঠনের কাজ, গবেষণার কাজ, জটিল অস্ত্রোপচারের কাজ, সবেতেই এই হাসপাতাল আছে আলোচনার শীর্ষে।
Avijit Chanda