সমাজের নানা অপরাধের বিচার হয় আদালতে। সওয়াল করেন আইনজীবীরা। এবার সেই আইনজীবীদের চেম্বারেই বড়সড় চুরি। হাইকোর্ট লাগোয়া ১০ নম্বর কিরণশঙ্কর রায় রোডের এই বাড়িতেই আইনজীবীদের চেম্বার রয়েছে। শুক্রবার এখানেই আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাশগুপ্তের চেম্বার থেকে চুরি যায় গুরুত্বপূর্ণ নথি ও টাকা।
একই বাড়িতে বেশ কয়েকজন আইনজীবীর চেম্বার। তাহলে কী কারণে শুধুমাত্র বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাশগুপ্তের চেম্বারেই চুরির ঘটনা ঘটল? চাঞ্চল্যকর অভিযোগ আইনজীবীদের।
advertisement
মামলা ভেস্তে দিতে চুরি?
- চেম্বারে ছিল টেট, এসএসসি, সিভিক ভলান্টিয়ার মামলার ফাইল
- (যে) টেট মামলার দিকে তাকিয়ে সরকার ও রাজ্যবাসী
- সিভিক ভলান্টিয়ার মামলা প্রথমে বেগ পেতে হয় সরকারকে
- পরে (অবশ্য) জয়ী হয় সরকারই
- দুই আইনজীবীই এই গুরুত্বপূর্ণ মামলা লড়ছিলেন
- গুরুত্বপূর্ণ মামলার ফাইল থেকে নথি চুরি (গিয়েছে)
- (এমনকি) বৃহস্পতিবারই টেট সার্টিফিকেট সংক্রান্ত মামলার শুনানি ছিল
ফলে তার আগে চুরি ঘটনা তুলে দিচ্ছে অনেক প্রশ্ন। চুরির তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। দারোয়ান ও সুইপারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিরণশঙ্কর রায় রোডের এই বাড়িতে হাইকোর্টের আইনজীবীদের চেম্বার ছাড়াও কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল কৌশক চন্দের চেম্বারও রয়েছে। ফলে এদিনের চুরির ঘটনা, নিরাপত্তার প্রশ্নও তুলে দিল।