সুপ্রিম কোর্টের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ করা হয়, বিশেষ বেঞ্চ গড়ে মামলা গুলির নিষ্পত্তি করতে। দ্রুত মামলা গুলির নিষ্পত্তি করতে ও তা পর্যবেক্ষণের কথাও জানিয়েছে সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন: ‘আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে আমি ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত…’ ইডি অফিস থেকে বেরিয়ে সরব অভিষেক
সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ কাজ শুরু না করা পর্যন্ত আপাতত সমস্ত চাকরি বাতিলে স্থগিতাদেশ বহাল থাকবে। সিবিআই-কেও তদন্ত শেষ করতে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করতে সিবিআইকে ২ মাস সময়সীমা দিল সুপ্রিম কোর্ট।
advertisement
আরও পড়ুন: লোকসভা ভোটে দুই দলেরই পাখির চোখ ডায়মন্ডহারবার, অভিষেককে হারাতে মরিয়া ISF-BJP
এই সময়ের মধ্যে তদন্ত শেষ করবে সিবিআই। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থবহ সিদ্ধান্তে উপনীত হবে বলে আশা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সম্ভব হলে বিশেষ ডিভিশন বেঞ্চ ৬ মাসের মধ্যে অর্থবহ সিদ্ধান্তে আসবে নিয়োগ দুর্নীতি মামলায়। গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ সহ নিয়োগ দুর্নীতির সব মামলাই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। শুনানির সময় যেনতেন প্রকারে দীর্ঘায়িত করা যাবে না। এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।