এর মধ্যেই উঠে আসছে একাধিক প্রশ্ন৷ এর আগে গত বছর অর্থাৎ ২০২২ সালের ১৪ জুলাই মণীশকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ কিন্তু, সেই শেষ৷ তাহলে হঠাৎ নতুন কী ঘটল, যাতে তাঁকে ফের তলব করলেন গোয়েন্দারা?
আরও পড়ুন: শিক্ষক দুর্নীতি তদন্তে বিরাট পদক্ষেপ CBI-এর! এবার নবান্নের এই কর্তাকে ফের তলব
advertisement
সূত্রের খবর, তদন্তকারীদের কাছে প্রাক্তন শিক্ষামন্ত্রী নাকি জানিয়েছেন, শিক্ষাসচিবই (মণীশ জৈন) তাঁর কাছে নিয়োগ সংক্রান্ত ফাইল পাঠাতেন৷ তিনি তাতে সই করে দিতেন মাত্র৷ তাই বেআইনি শিক্ষক নিয়োগের কিছুই নাকি জানতেন না তিনি৷
এর আগেও অবশ্য প্রকাশ্যে পার্থ চট্টোপাধ্যায় একাধিক বার দাবি করেছেন, তিনি শিক্ষামন্ত্রী হলেও বেআইনি শিক্ষক নিয়োগ নিয়ে নাকি কিছুই জানতেন না৷
তবে কি, মণীশ জৈনকে ফাইল সই করানোর জন্য নির্দেশ দিতেন ‘অন্য কেউ’? কে সেই ব্যক্তি? কার নির্দেশে নিয়োগ সংক্রান্ত ফাইলে পার্থ চট্টোপাধ্যায়ের সই নিতেন মণীশ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর, এই প্রশ্নের উত্তর জানার জন্যেই বৃহস্পতিবার তলব করা হয়েছে শিক্ষা সচিবকে৷ প্রসঙ্গত, মণীশ শিক্ষা সচিব হওয়ার পাশাপাশি, রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিও৷