TRENDING:

SSC: ‘২২ পুলিশ জখম, ১৯ সাধারণ মানুষ অসুস্থ’! বিকাশ ভবনের আন্দোলনে লাগাম চায় রাজ‍্য, সবুজ সঙ্কেত আদালতের

Last Updated:

SSC: বিকাশ ভবনের এসএসসি আন্দোলনে লাগাম চায় রাজ্য। এবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আবেদন রাজ‍্যের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিকাশ ভবনের এসএসসি আন্দোলনে লাগাম চায় রাজ্য। এবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আবেদন রাজ‍্যের। রাজ্যকে লিখিত আবেদন করতে সবুজ সঙ্কেত দিল আদালত। শুক্রবারই রাজ্যকে আবেদনের পরামর্শ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ওইদিনই রাজ্যের আবেদনের শুনানিও হবে।
‘২২ পুলিশ জখম, ১৯ সাধারণ মানুষ অসুস্থ’! বিকাশ ভবনে লাগাম চায় রাজ‍্য, সবুজ সঙ্কেত আদালতের
‘২২ পুলিশ জখম, ১৯ সাধারণ মানুষ অসুস্থ’! বিকাশ ভবনে লাগাম চায় রাজ‍্য, সবুজ সঙ্কেত আদালতের
advertisement

আদালতে রাজ্যের আইনজীবী কল্যান বন্দোপাধ্যায় সওয়াল করেন, ‘‘২২ পুলিশ গুরুতর জখম। ১৯ সাধারণ মানুষ অসুস্থ। ৫৫ অফিসার সেখানে আটকে থাকছে। স্যাট, ভিজিলেন্স কমিশন, এসবিআই এবং রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ অফিস কাজ করতে পারছে না কিছু গুণ্ডামীর আন্দোলনকারীদের জন্য। আদালত আন্দোলন স্থানান্তরে যে পরামর্শ দিয়েছিল সেই মর্মে নির্দেশ দিক। শিক্ষকদের আন্দোলনে গ্রুপ ডি স্টাফ কি করছিল?’’

advertisement

আরও পড়ুন: রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছিল বালক…আচমকা পেছন থেকে ধাক্কা, লরির চাকা পিষে দিল মাথা! মর্মান্তিক মৃত‍্যু ঘিরে তীব্র উত্তেজনা মহেশতলায়

রাজ‍্যের আইনজীবীর সওয়ালের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, ‘‘রাজ্য আবেদন করুক দ্রুত। কালই শুনানি করে আদালতের হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করা হবে।’’

আরও পড়ুন: ট‍্যাঙ্কির ঢাকনা খুলে দেখতেই হাড়হিম! গিজগিজ করছে ৭০ টিরও বেশি…আরাম আয়েশে সংসার পেতেছে কারা? ভাইরাল ঘটনা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, বুধবারই আদালত জানিয়েছিল, বিকাশ ভবনের সামনের জমায়েতে লোকসংখ্যা কমাতে হবে। এত মানুষ ওই এলাকায় জমায়েত করতে পারবেন না। বড় সংখ্যায় জমায়েতের জন্য অন্য কোনও জায়গা খুঁজতে বলা হয়েছে আন্দোলনকারীদের। বিকাশ ভবনের সামনে চাইলে কয়েক জন বসতে পারে বলেই গতকাল জানিয়েছিল আদালত। গত ১৫ মে বিকাশ ভবনের সামনে চাকরিহারা বিক্ষোভ ঘিরে ছড়ায় উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় আন্দোলনকারীদের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC: ‘২২ পুলিশ জখম, ১৯ সাধারণ মানুষ অসুস্থ’! বিকাশ ভবনের আন্দোলনে লাগাম চায় রাজ‍্য, সবুজ সঙ্কেত আদালতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল