#কলকাতা: আদালতের নির্দেশ অনুযায়ী আগামিকাল ভোরেই পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বরে। সঙ্গে যাবেন এসএসকেএমে পার্থর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও তাঁর আইনজীবী। এদিকে সোমবারই তাঁকে নিম্ন আদালতে পেশ করার কথা (SSC Scam| Partha Chatterjee)। সেক্ষেত্রে শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। একনজরে দেখে নেওয়া যাক আজকের শুনানিতে যে যে নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)।
advertisement
- ১) আদালতের নির্দেশ অনুযায়ী আগামিকাল সকাল সকাল পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাবে তদন্তকারী সংস্থা (ED)।
- ২) কলকাতা বিমানবন্দর পর্যন্ত এসএসকেএম এর অ্যাম্বুলেন্স এর মাধ্যমে নিয়ে যেতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।
- ৩) তাঁর সঙ্গে থাকবেন এসএসকেএম হাসপাতালের একজন চিকিৎসক এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।
- ৪) কার্ডিওলজি, নেফ্রলজি, রেস্পিরাটরি মেডিসিন এবং এন্ডোক্রিনোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি বিশেষ দল গঠন করে পার্থ চট্টোপাধ্যায়ের পরীক্ষা নিরীক্ষা করতে হবে (SSC Scam| Partha Chatterjee)।
advertisement
আরও পড়ুন : কাল সকালেই এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বর এইমস-এ পার্থ, নির্দেশ আদালতের!
আরও পড়ুন : টিকলো না প্রতিরোধ, শেষেমেষ হাউহাউ করে কেঁদে ফেললেন অর্পিতা, ভেঙে পড়লেন তাসের ঘরের মতো...
- ৫) বিকেল তিনটের মধ্যে শারীরিক পরীক্ষার একটি রিপোর্ট তৈরি করে এনফোর্সমেন্ট ডাইরেক্টর-এর তদন্তকারী আধিকারিক, এসএসকেএম হাসপাতালে চিকিৎসক এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে দিতে হবে।
- ৬) তদন্তকারী আধিকারিক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের একটি সফ্ট কপি কলকাতার ইডি অফিসে পাঠাবেন। কলকাতার ইডি আধিকারিকরা সেই কপি বিশেষ আদালতের কাছে পেশ করবেন।
- ৭) নিম্ন আদালত আগামিকাল বিকেল চারটেয় শুনানির কাজ শুরু করবেন (SSC Scam| Partha Chatterjee)।
- ৮) তদন্তকারী আধিকারিক ইলেকট্রনিক ভিডিও লিংকেজ এর মাধ্যমে বা ভার্চুয়ালি পার্থ চট্টোপাধ্যায়কে নিম্ন আদালতের সামনে পেশ করার বন্দোবস্ত করবেন।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 12:29 AM IST