এই তিনটি মামলায় বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ পর্বের মধ্য দিয়েই৷ ১৯,২০ এবং ২২ সেপ্টেম্বর তিনটি মামলার ক্ষেত্রেই সাক্ষীরা এসে আদালতে সাক্ষ্যদান করবেন৷ মঙ্গলবার তিন মামলার তদন্তকারী অফিসার আট জনের নামের তালিকা আদালতে জমা দিয়েছেন, যারা সাক্ষ্য দিতে আসবেন৷
advertisement
এই আটজনের মধ্যে রয়েছেন এসএসসির দুই প্রাক্তন চেয়ারম্যান, রয়েছেন এসএসসি-র ডাটা এন্ট্রি অপারেটর, আচার্য সদনের ইউডিসি৷ সাক্ষ্য দেবেন এসএসসি-র সভাপতির পিএ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশনের টেকনিক্যাল অফিসার, প্রাক্তন চেয়ার পার্সন রিজিওনাল কমিশনের৷
advertisement
পার্থ ছাড়াও পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারী, এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যানময় গঙ্গোপাধ্যায় সহ একাধিক অভিযুক্তর বিরুদ্ধে চার্জ গঠনের পর শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 17, 2025 12:57 PM IST