TRENDING:

SSC Recruitment Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কোন রাঘব বোয়াল? ইডির র্যাদারে আরও এক মন্ত্রী

Last Updated:

SSC Recruitment Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছে আরও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের হদিস। ওই অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকার লেনদেন নিয়ে এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী সংস্থা ইডি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি কর মামলা নিয়ে তোলপাড় রাজ্য। সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনার সূত্র ধরেই এই ঘটনায় উঠে এসেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। এরইমধ্যে এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছে আরও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের হদিস। ওই অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকার লেনদেন নিয়ে এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী সংস্থা ইডি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা
advertisement

ইডি সূত্রের দাবি, ওই টাকার উৎস জানতেই চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী সংস্থা। গত মার্চ মাসে মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। সে সম্পর্কেও সদ্যুত্তর দিতে পারেননি তিনি, দাবি ইডির। সম্প্রতি মন্ত্রীর স্ত্রী সংস্থার অংশীদারকেও জিজ্ঞাসাবাদ করে ইডি। ইডির তরফে জানা যাচ্ছে সকলের বয়ান খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: ভাত-ডাল-সবজি ভ্যানিশ…? মিড ডে মিলে বিরাট সারপ্রাইজ! বাসন্তী পোলাও-চিকেন কষা! দেখেই ‘থ’ ছাত্র-ছাত্রীরা!

ইডির তলব পেয়ে বুধবার তাদের দফতরে হাজির হন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বুধবার সকালে তিনি পৌঁছন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে। রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

আরও পড়ুন: আর কিছুক্ষণ…! ঝেঁপে আসছে বৃষ্টি! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-জল কাঁপাবে দক্ষিণের ২ জেলা! সতর্কতা উত্তরেও! ভিজবে কি কলকাতা? ‘বড়’ আপডেট দিল আলিপুর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রথম নিয়োগ মামলায় উঠে আসে চন্দ্রনাথ সিনহার নাম যখন তদন্তকারীরা কুন্তল ঘোষের ডায়েরিতে তাঁর নামের উল্লেখ পান।প্রাথমিক নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত নেতা হুগলির কুন্তল ঘোষ। তাঁর ডায়েরি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশ্যে আসে নিয়োগ মামলার একাধিক অজানা নাম। সেই ডায়েরিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের নামের উল্লেখ পাওয়ার পরে তাঁর বাড়িতে তল্লাশিও চালায় ইডি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Recruitment Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কোন রাঘব বোয়াল? ইডির র্যাদারে আরও এক মন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল