TRENDING:

SSC Exam: বড় ঘোষণা এসএসসি-র! পরীক্ষা শুরু ১২টায়, কিন্তু কটার মধ্যে পৌঁছতেই হবে পরীক্ষা কেন্দ্রে? নাহলেই... অবশ্যই জেনে রাখুন

Last Updated:

SSC Exam: ৭ এবং ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজ এসএসসি পরীক্ষা
আজ এসএসসি পরীক্ষা
advertisement

কলকাতা: আইন আদালতে দীর্ঘ টানাপোড়েনর পর ফের রাজ্যে হচ্ছে এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষা। ৯ বছর পরপ্রায়লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থীর ভাগ্য নির্ধারন হতে চলেছেগোটা পরীক্ষা ব্যবস্থা নিয়ে পুরোদমে সতর্ক রয়েছে স্কুল সার্ভিস কমিশনরাজ্যজুড়ে মোট ৬৩৬টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেবে এসএসসি। তার আগেই শনিবার পরীক্ষা প্রস্তুতি নিয়ে ফের পর্যালোচনা করতে সেরে নিয়েছে মুখ্য সচিব।

advertisement

৭ এবং ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা৷ রবিবার, ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা৷ রবিবারের পরীক্ষার আগে শনিবার পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়ে সাংবাদিক বৈঠক করেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার৷

advertisement

সিদ্ধার্থ মজুমদার জানিয়ে দেন, ‘‘১০ টার সময়ে উপস্থিতি বাধ্যতামূলক। যেহেতু, অ্যাডমিট কার্ডে লেখা ছিল ১১ টার মধ্যে উপস্থিতি, নিরাপত্তা জনিত বিষয়ের জন্য ১০টার মধ্যে উপস্থিতি। ৩,১৯,৯১৯ জন রবিবার, ৭ সেপ্টেম্বর পরীক্ষা দেবে। ৬৩৬ টি কেন্দ্রে ৪৭৮ টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।’’

advertisement

সিদ্ধার্থ মজুমদার আরও জানান, পরীক্ষার সময় ১২টা, প্রতিটা পরীক্ষা কেন্দ্রে ১০ টা থেকে ১০.৩০-এর মধ্যে প্রশ্ন পত্র পৌঁছে দেওয়া হবে। ১১. ৪৫ মিনিট থেকে প্রশ্ন বিতরণ শুরু করব। ১১.৪৫ থেকে শুধু তাঁদের নাম লিখতে দেওয়া হবে। পরীক্ষার্থীদের হাতে প্রশ্ন পত্র,উত্তর পত্রের প্যাকেট দেওয়া হবে। ১ থেকে ৫ উত্তর পত্রে অনেক গুরুত্বপূর্ণ। পূরণ না করলে ওই উত্তরপত্র গুলো বাতিল বলে গণ্য হবে। লিখতে শুরু করবেন ১২ টা থেকে।

advertisement

অ্যাডমিট কার্ড ছাড়া কোনওভাবেই পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। অ্য়াডমিট কার্ডে থাকবে বার কোড। পাশাপাশি কোনও ইলেকট্রিক জিনিস নিয়েও পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। একইসঙ্গে ভেন্যু ইনচার্জদেরও ফোন নিয়ে প্রবেশ নিষেধ। কলকাতা থেকে বর্ধমান, সর্বত্রই সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। অনেকেই আসতে হচ্ছে বেশ কিছুটা দূর থেকে ফলে অনেক জায়গাতেই সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা দিয়ে দিয়ে দিয়েছেনভিড় বাড়ছে বাসে, ট্রেনে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Exam: বড় ঘোষণা এসএসসি-র! পরীক্ষা শুরু ১২টায়, কিন্তু কটার মধ্যে পৌঁছতেই হবে পরীক্ষা কেন্দ্রে? নাহলেই... অবশ্যই জেনে রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল