কলকাতা: আজ এসএসসি-র একাদশ দ্বাদশের পরীক্ষা। শূন্যপদ ১২ হাজার ৫১৪। পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৫০০। এই রবিবার কলকাতার পরীক্ষা কেন্দ্রগুলির জন্য ১১ টি রুটে প্রশ্নপত্র নিয়ে ছুটবে ১১ টি গাড়ি। কলকাতার পুলিশের ২ জন, আধিকারিক ২ জন ও ২ জন কর্মী সহ একজন গাড়ির চালক। মোট সাতজনের টিম একটি গাড়িতে থাকবে। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৪৭৮ টি।
advertisement
মেগা রবিবার এসএসসি এবং রাজ্য প্রশাসনের কাছে। গত রবিবারের মতোই আজকেও এসএসসি পরীক্ষা। রাজ্যজুড়ে রয়েছে ৪৭৮ টি পরীক্ষা কেন্দ্র। একাদশ দ্বাদশের ক্ষেত্রেও ভিন রাজ্য থেকে পরীক্ষার্থীরা আসতে শুরু করেছেন। ১০ থেকে রিপোর্টিং টাইম। ১১:৪৫ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের গেট খোলা থাকবে। পরীক্ষা শুরু ১২ থেকে। চলবে দুপুর দেড়টা পর্যন্ত।
রবিবার একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে চলেছেন ২,৪৬,৫০০ পরীক্ষার্থী। পরীক্ষা পদ্ধতিতে এ বারও কোনও ত্রুটি রাখতে চায় না এসএসসি। প্রশ্নফাঁসের মতো অভিযোগ যাতে উঠতে না-পারে তাই বেশ কিছু পদক্ষেপ করেছে কমিশন। অনেক নিয়মে পরীক্ষার্থীদের বেঁধে দেওয়া হয়েছে। কী কী নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের তা বার বার স্মরণ করিয়ে দিয়েছে কমিশন।
জানা গিয়েছে, স্বচ্ছ পেন এবং স্বচ্ছ জলের বোতল নিয়েই শুধুমাত্র পরীক্ষার হলে ঢুকতে পারবেন। সমস্ত নথি ফাইল বা ফোল্ডারে নিয়ে আসা যাবে। এ ছাড়া ফোন বা মূল্যবান সামগ্রী পরীক্ষার্থীর ব্যাগে থাকলে তা পরীক্ষাকেন্দ্রের বাইরে রাখতে হবে, সে জন্য উপযুক্ত ব্যবস্থা থাকবে। পরীক্ষাকেন্দ্রের বাইরে ব্যাগ রাখার নির্দিষ্ট জায়গা করেছে কমিশন। অন্যথা ব্যাগ রাখা যাবে না বলেই জানিয়েছে তারা। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে সব পরীক্ষার্থীরই দেহ তল্লাশি করা হবে। হাতে রাখতে হবে অ্যাডমিট কার্ড।