শীর্ষ আদালতে তাঁর জামিনের মামলা পিছিয়ে গিয়েছে। বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ জানায়, তিন সপ্তাহ পরে ওই মামলার শুনানি হবে। ২৯ এপ্রিল পরবর্তী শুনানি।
এদিকে, চাকরিহারা শিক্ষকদের বিষয়ে এদিনই সাংবাদিক বৈঠক করেন স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। চাকরিহারাদের আশ্বস্ত করে তিনি বলেন, “হতাশ হবেন না। আইনজীবীদের সঙ্গে আলোচনাও হয়েছে। এখনও আমরা সঠিক জানি না যে কী ভাবে কী করতে চলেছি। লিগ্যাল ক্লারিফিকেশন নিচ্ছি। সরকার থেকে চিঠিও পেয়েছি। সুপ্রিম কোর্টের রায় মেনেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তবে তিন মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব নয়। বিজ্ঞপ্তি, পরীক্ষা, তার ফলেফল, ইন্টারভিইউ, প্যানেল পাবলিশ করা আছে। তাই ৩ মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব নয়।”
advertisement
তাঁর কথায়, “যাঁরা আইনগতভাবে চাকরি পেয়েছেন তাঁদের ছাড় দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। আমাদের এই বিষয়ে আইনজীবীদের পরামর্শ নিতে হবে। আদালতের ব্যাখ্যাও নিতে হতে পারে। আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করতে হবে। সেই বার্তা আমাদের সহকর্মীদের দিয়েছি।”