প্রসঙ্গত, SSC-র শিক্ষক নিয়োগে নতুন দুর্নীতির অভিযোগ উঠেছে। বিস্তারিত মেধাতালিকা প্রকাশ হতেই দুর্নীতির অভিযোগ নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন চাকরিপ্রার্থীরা। নতুন করে মামলার অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অভিযোগ উঠেছে, SSC-র নবম-দশম শিক্ষক নিয়োগে সংরক্ষণের নিয়ম মানা হয়নি। মেধা তালিকায় নাম না থাকা এবং মেধা তালিকার নীচের দিকে থাকা বেশ কয়েকজন হাইজাম্প করে তালিকার ওপরে উঠে এসেছেন বলে অভিযোগ উঠেছে। গত ১৪ জুলাই নম্বর বিভাজন-সহ মেধাতালিকা প্রকাশ করে SSC। এরপরেই চাকরিপ্রার্থীদের একাংশ এই অভিযোগ তোলেন। নতুন করে মেধাতালিকা প্রকাশের দাবি জানায় তাঁরা। তারপরেই এই ইস্যুতে আজ আদালতে বিপাকে পড়তে হয় স্কুল সার্ভিস কমিশনকে।
advertisement
এসএসসি হলফনামায় জানানো হয়েছে পরীক্ষার্থী বিশ্বজিৎ বিশ্বাস ইন্টারভিউতে পেয়েছে ৮। কিন্তু বিশদ মেধাতালিকায় দেওয়া হয়েছে ৭.৫। নম্বরের এমন গণ্ডগোল কীভাবে সম্ভব? হলফনামায় কমিশনের করেছে কৈফিয়ত তলব করেছে হাইকোর্টের। ১৬ আগস্ট হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে।