কলকাতা: এসএসসি নতুন বিজ্ঞপ্তিতে বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বয়সে ছাড় চেয়ে আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।
বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানায়, ”মানবিকতার খাতিরে সোমা রায়ের চাকরি রাখা হয়েছিল। ওই ধরনের কোনও চাকরিপ্রার্থীকে বয়সে ছাড় দেওয়া যেতে পারে। সবাইকে নয়। আমাদের রায় স্পষ্ট বলা রয়েছে। যে কেউ বয়সে ছাড় চেয়ে আবেদন করতে পারেন না।”
advertisement
আরও পড়ুন: অবশেষে কল্যাণের সঙ্গে একান্ত বৈঠকে অভিষেক! তারপরেই কল্যাণ যা বললেন, শুনে চমকে উঠবেন! কী হল জানেন?
জানা গিয়েছে, এই মামলার মামলাকারী ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। সেই সময় উত্তীর্ণ হননি। তাঁরা বয়সে ছাড় চেয়ে হাইকোর্টে মামলা করেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য ওই আবেদন খারিজ করে দেয়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ওই চাকরিপ্রার্থীরা। কিন্তু তা খারিজ করে দিল শীর্ষ আদালত।