করুণাময়ীতে ২০১৪ সালের টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের অবস্থানে পুলিশি অভিযানের প্রতিবাদ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। বাম-বিজেপি-কংগ্রেসের পাশাপাশি এবার সরব বুদ্ধিজীবী মহলের একাংশ। সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে সরকার-অভিযোগ তুলে সরব বুদ্ধিজীবীরা।
করুণাময়ীর ঘটনার প্রতিবাদে ট্যুইট করেন অপর্ণা সেন। সকালে তিনি লেখেন, “অনশনকারীদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে তৃণমূল সরকার! অহিংস আন্দোলনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করা হল কেন? সরকারের অনৈতিক আচরণের তীব্র প্রতিবাদ করছি!”
advertisement
এদিকে, আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে আজ প্রদেশ কংগ্রেসের ‘ধিক্কার মিছিল’। বিধান ভবন থেকে গান্ধি মূর্তি মেয়ো রোড পর্যন্ত মিছিল হবে। পদযাত্রার নেতৃত্বে থাকবেন শ্রী অধীর রঞ্জন চৌধুরী ও অন্যান্য প্রদেশ ও জেলা নেতৃত্ব। বিকাল ৩টেয় আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠক করবেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মনে করা হচ্ছে, এই বিষয়টি নিয়েই সরব হবেন তিনি।
মধ্যরাতের অপারেশন৷ বৃহস্পতিবার রাত যত বাড়ছিল, করুণাময়ীতে ততই বাড়ছিল উত্তেজনা। শেষমেশ রাস্তা খালি করতে মধ্যরাতে অভিযানে নামে পুলিশ। কার্যত টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে চাকরিপ্রার্থীদের বাসে এবং প্রিজন ভ্যানে তুলতে শুরু করেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা। তিনটি বাসে ঠাসাঠাসি করে ঢুকিয়ে আন্দোলনকারীদের আটক করে নিয়ে যাওয়া হয়। ভোরের দিকে নিউটাউন থানায় থাকা চাকরিপ্রার্থীরা ছাড়া পেলেও আন্দোলনের মূল তিন নেতার হদিশ নেই এখনও৷ অভিযোগে সরব চাকরিপ্রার্থীরা৷ করুণাময়ীতে এখন প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। যান চলাচলও স্বাভাবিক হয়েছে। কিন্তু গভীর রাতে বিক্ষোভকারীদের উঠিয়ে দেওয়ার পর যাতে কোনও অশান্তি না হয়, তাই আজও বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন সকাল থেকেই। শিয়ালদহ স্টেশনের বাইরের চত্বরেও পুলিশ মোতায়েন করা হয়েছে।
করুণাময়ী থেকে টেট আন্দোলনকারীদের জোর করে তুলে দেওয়ার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে রাজ্য জুড়ে আন্দোলনে নামার ডাক দিয়েছে বাম এবং বিজেপি নেতৃত্ব৷ বিজেপি নেত্রী এবং বিধায়ক অগ্নিমিত্রা পালের হুঁশিয়ারি, শুক্রবার সকাল থেকে গোটা রাজ্য স্তব্ধ করে দেওয়া হবে৷ এদিন দুপুর একটায় বিজেপির রাজ্য অফিস থেকে মিছিল করবে বিজেপি যুব মোর্চা। আন্দোলনকারীদের তুলে দেওয়ার ছবি পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, ''পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রীর অমানবিক রূপ।''