শনিবার সকাল সাড়ে ন'টা নাগাদ অষ্টমীর অঞ্জলি দিতে সুরুচি সঙ্ঘের পুজো প্যান্ডেলে হাজির হয়ে যান সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। স্বামী নিখিল জৈনের হাত ধরে লাল পাড় শাড়িতে সেজেই সুরুচি সঙ্ঘে হাজির হন নুসরত। সুরুচি সঙ্ঘে হাজির হয়ে অঞ্জলির পাশাপাশি ঢাকের তালে কোমর দোলাতেও দেখা গেল তৃণমূল কংগ্রেসের বসিরহাটের সাংসদ অভিনেত্রীকে। নুসরত-নিখিলেতর পাশাপাশি অষ্টমীর অঞ্জলি দিতে সুরুচি সঙ্ঘে হাজির হয়ে যান পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়েই পুজোর প্যান্ডেলে হাজির হন সৃজিত মুখোপাধ্যায়। তবে সেলেবরাও হাজির ছিলেন সুরক্ষা বিধি মেনেই৷ প্রত্যেকেই মুখে মাস্ক পড়ে ছিলেন। এমনকি পুজো প্যান্ডেলে যাওয়ার আগে বারবার হাত স্যানিটাইজ করতে দেখা গেছে তাদের। এমনকি পুজোয় ব্যবহৃত জিনিষও বারবার স্যানিটাইজ করা হয়েছে।
advertisement
পুজোর অন্যতম আয়োজক মন্ত্রী অরুপ বিশ্বাস জানিয়েছেন, এটা মানুষের পুজো। সবাই তাই এখানে আসেন। অভিনেত্রী নুসরত সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, সুরক্ষা বিধি মেনেই যেন পুজো প্যান্ডেলে সকলে যোগ দেন। অষ্টমীর সকাল থেকে অবশ্য পুজো মুডেই দেখা গেছে সুরুচির সামনে। শারীরিক দুরত্ব বজায় রেখেই চলছে ঠাকুর দেখা। তবে বাড়তি পাওনা ছিল অবশ্যই সেলিব্রিটিদের উপস্থিতি। তবে যারা হাজির হতে পারেননি তাদের জন্যেও ব্যবস্থা ছিল, ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে লাইভ পুজো দেখা যাচ্ছে সুরুচির।
ABIR GHOSHAL