TRENDING:

সৃজিত, মিথিলা, নুসরত, নিখিল, সকলেই অঞ্জলি দিলেন সুরুচি সংঘের পুজোয়

Last Updated:

পুজোর অন্যতম আয়োজক মন্ত্রী অরুপ বিশ্বাস জানিয়েছেন, এটা মানুষের পুজো। সবাই তাই এখানে আসেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌কলকাতা:‌ শুধু থিম বা পুজোর চাকচিক্য নয়। কলকাতার অন্যতম মেগাহিট পুজো সুরুচির পুজোয় ভিড় জমার অন্যতম কারণ হল সেলিব্রিটিদের উপস্থিতি। টলিউডের ছোট-বড় অভিনেতা, অভিনেত্রীদের দেখা যায় সুরুচির পুজোয়। করোনা আবহে চলতি বছরে সেই ঝোঁক অনেকটা কম হলেও, অষ্টমীর সকালে সেলিব্রিটিদের দেখা মিলল সুরুচির পুজো প্রাঙ্গণে। অঞ্জলি দিলেন অভিনেত্রী নুসরত ও তার স্বামী নিখিল। হাজির হয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তার স্ত্রী মিথিলা। সুরুচির পুজোর অন্যতম আয়োজক মন্ত্রী অরুপ বিশ্বাসের পাশে দাঁড়িয়ে তাঁরা অঞ্জলি দিলেন। আরতি করলেন নুসরত। এমনকি মন্ত্রীর সাথে পাল্লা দিয়ে ঢাক বাজালেন সাংসদ অভিনেত্রী।পরনে লাল পাড় শাড়ি, স্বামীর সঙ্গে অষ্টমীর অঞ্জলিতে হাজির হন নুসরত জাহান। গতবারও সুরুচির পুজোতে হাজির ছিলেন নুসরত সহ সেলেবরা।
advertisement

শনিবার সকাল সাড়ে ন'টা নাগাদ অষ্টমীর অঞ্জলি দিতে সুরুচি সঙ্ঘের পুজো প্যান্ডেলে হাজির হয়ে যান সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। স্বামী নিখিল জৈনের হাত ধরে লাল পাড় শাড়িতে সেজেই সুরুচি সঙ্ঘে হাজির হন নুসরত। সুরুচি সঙ্ঘে হাজির হয়ে অঞ্জলির পাশাপাশি ঢাকের তালে কোমর দোলাতেও দেখা গেল তৃণমূল কংগ্রেসের বসিরহাটের সাংসদ অভিনেত্রীকে। নুসরত-নিখিলেতর পাশাপাশি অষ্টমীর অঞ্জলি দিতে সুরুচি সঙ্ঘে হাজির হয়ে যান পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়েই পুজোর প্যান্ডেলে হাজির হন সৃজিত মুখোপাধ্যায়। তবে সেলেবরাও হাজির ছিলেন সুরক্ষা বিধি মেনেই৷ প্রত্যেকেই মুখে মাস্ক পড়ে ছিলেন। এমনকি পুজো প্যান্ডেলে যাওয়ার আগে বারবার হাত স্যানিটাইজ করতে দেখা গেছে তাদের। এমনকি পুজোয় ব্যবহৃত জিনিষও বারবার স্যানিটাইজ করা হয়েছে।

advertisement

পুজোর অন্যতম আয়োজক মন্ত্রী অরুপ বিশ্বাস জানিয়েছেন, এটা মানুষের পুজো। সবাই তাই এখানে আসেন। অভিনেত্রী নুসরত সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, সুরক্ষা বিধি মেনেই যেন পুজো প্যান্ডেলে সকলে যোগ দেন। অষ্টমীর সকাল থেকে অবশ্য পুজো মুডেই দেখা গেছে সুরুচির সামনে। শারীরিক দুরত্ব বজায় রেখেই চলছে ঠাকুর দেখা। তবে বাড়তি পাওনা ছিল অবশ্যই সেলিব্রিটিদের উপস্থিতি। তবে যারা হাজির হতে পারেননি তাদের জন্যেও ব্যবস্থা ছিল, ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে লাইভ পুজো দেখা যাচ্ছে সুরুচির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

ABIR GHOSHAL

বাংলা খবর/ খবর/কলকাতা/
সৃজিত, মিথিলা, নুসরত, নিখিল, সকলেই অঞ্জলি দিলেন সুরুচি সংঘের পুজোয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল