১৪ ফেব্রুয়ারি
শ্রীজাত
সারা দিনমান ভালবেসে ভালবেসে
সন্ধে এনেছে ঝাঁঝরা দেহের স্তূপ...
রক্তের ধারা কীভাবে ঝিলমে মেশে
সে-দৃশ্য দেখে পীরপাঞ্জাল চুপ।
শান্ত থাকাও এক ধরণের ক্রোধ
ফসিলের গায়ে প্রাণ খোঁজবার মতো
অন্যের দামে তুলতে চেয়েছি শোধ –
নিজে চিরকালই থেকে গেছি অক্ষত।
বাড়ি ব’সে এই কবিতা লিখব আমি
তুমি হেঁটে যাবে কাঁপা মোমবাতি হাতে
advertisement
সমস্ত পথই আসলে নরকগামী
কিছু কিছু ঘরে ছেলেরা ফেরে না রাতে।
কালই এই ক্ষোভ ভুলে যাব সমবেত।
স্বভাবের দায়ে আজ দাঁড়াচ্ছি রুখে
সহজেই যদি সমাধান দেওয়া যেত –
কীভাবে তাহলে বাঁচতাম, ফেসবুকে?
দেশ বুকে নিয়ে, দেহ মুড়ে পতাকায়
শেষ বিউগল যাদের জন্য বাজে,
তাদের জীবন এক মুহূর্তে যায়
মৃত্যু সাজায় চিরকালীনের সাজে।
হয়তো তখনই বুঝতেন কলহন
রাজতরঙ্গ বয়ে যাবে কোন স্রোতে...
হাওয়া ডেকে মরে, ‘রঞ্জন! রঞ্জন!’
কাশ্মীরে আজও রক্তকরবী ফোটে!
ফেসবুকেও চর্চিত এই কবিতা--->
