বুধবার একঝাঁক তরুণ ক্রিকেটারের সঙ্গে দ্বিতীয় ডিভিশন ক্লাবে সই করলেন প্রাক্তন বঙ্গ অধিনায়ক। নতুন প্রতিভাদের মোটিভেট করতেই দ্বিতীয় ডিভিশনে খেলার সিদ্ধান্ত লক্ষ্মীর। কাজের তুমুল ব্যস্ততার ফাঁকেও সব ম্যাচ খেলার ইচ্ছেপ্রকাশ ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রীর।
বাংলা দল থেকে অবসর নিলেও, ক্লাব ক্রিকেট থেকে এখনই সরছেন না লক্ষ্মী। এদিন লক্ষ্মীর সঙ্গে সালকিয়ায় সই করলেন বাংলা দলের প্রাক্তন পেসার সৌরভ সরকারও। ক্রিকেটারের পাশাপাশি দলের বোলিং কোচের ভূমিকাতে দেখা যাবে সৌরভকে। অন্যদিকে মনোজের সইয়ের পর বাকি ক্রিকেটারদের বুধবার সই করাচ্ছে মোহনবাগান। জল্পনা উড়িয়ে, বাগানেই থাকছেন মহম্মদ শামি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2017 8:36 AM IST