TRENDING:

মোহনবাগান ছেড়ে এবার পাড়ার ক্লাবে লক্ষ্মী !

Last Updated:

দীর্ঘ ৭ বছর পর মোহনবাগান ছেড়ে পাড়ার ক্লাবে লক্ষ্মীরতন শুক্লা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মন্ত্রীর দলবদল। তবে রাজনৈতিক নয়। কলকাতা ক্রিকেট ময়দানে। দীর্ঘ ৭ বছর পর মোহনবাগান ছেড়ে পাড়ার ক্লাবে লক্ষ্মীরতন শুক্লা। এবার সালকিয়া ফ্রেন্ডসে সই করলেন লক্ষ্মী।
advertisement

বুধবার একঝাঁক তরুণ ক্রিকেটারের সঙ্গে দ্বিতীয় ডিভিশন ক্লাবে সই করলেন প্রাক্তন বঙ্গ অধিনায়ক। নতুন প্রতিভাদের মোটিভেট করতেই দ্বিতীয় ডিভিশনে খেলার সিদ্ধান্ত লক্ষ্মীর। কাজের তুমুল ব্যস্ততার ফাঁকেও সব ম্যাচ খেলার ইচ্ছেপ্রকাশ ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রীর।

বাংলা দল থেকে অবসর নিলেও, ক্লাব ক্রিকেট থেকে এখনই সরছেন না লক্ষ্মী। এদিন লক্ষ্মীর সঙ্গে সালকিয়ায় সই করলেন বাংলা দলের প্রাক্তন পেসার সৌরভ সরকারও। ক্রিকেটারের পাশাপাশি দলের বোলিং কোচের ভূমিকাতে দেখা যাবে সৌরভকে। অন্যদিকে মনোজের সইয়ের পর বাকি ক্রিকেটারদের বুধবার সই করাচ্ছে মোহনবাগান। জল্পনা উড়িয়ে, বাগানেই থাকছেন মহম্মদ শামি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মোহনবাগান ছেড়ে এবার পাড়ার ক্লাবে লক্ষ্মী !