প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ কাঁকুড়গাছির দিক থেকে বেপরোয়া গতিতে উল্ডোডাঙার দিকে আসছিল একটি ব্যক্তিগত মালিকানাধীন ওয়াগন আর গাড়ি৷ কাঁকুরগাছি মোড় পেরনোর পরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একজন পথচারী এবং তার পর একটি স্কুটি এবং মোটরসাইকেলে ধাক্কা মারে গাড়িটি৷ এস পর ফুটপাথে উঠে পড়ে গাড়িটি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে জায়গায় গাড়িটি ফুটপাথে উঠে পড়ে সেখানে বেশ কয়েকজন বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন৷ ফলে আহতের সংখ্যাও বাড়ে৷
advertisement
এই দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক সহ আরও একজন গুরুতর আহত হয়৷ গাড়ির নীচে আটকে পড়েন একজন৷ স্থানীয়রাই আহতদের সাহায্যে এগিয়ে আসে৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা থানার পুলিশ৷ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়৷ আহতদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির ভিতরে চালক সহ তিন জন ছিলেন৷ তার মধ্যে একটি শিশু এবং তার বাবাও ছিলেন৷ শিশুটি আতঙ্কে কান্নাকাটি শুরু করে দেয়৷ ওই শিশুটিই জানায় অনেক্ষণ ধরেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল৷ গাড়ি চালককে গতি কমানোর জন্য বাবাকে বলেওছিল সে৷
পুলিশ গাড়িতে থাকা তিনজনকেই মানিকতলা থানায় নিয়ে যায়৷ আটক করা হয়েছে অভিযুক্ত চালককে৷
