TRENDING:

কালীপুজোয় শিয়ালদহ লাইনে বিশেষ ট্রেন, পুজোর সময়ে ২৪ ঘণ্টা খোলা টিকিট কাউন্টার, ভিড় এড়াতে বিশেষ বন্দোবস্ত

Last Updated:

অতিরিক্ত ভিড় সামলাতে শিয়ালদহ স্টেশনের সমস্ত টিকিট কাউন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে। এছাড়া শিয়ালদহ, নৈহাটি, কলকাতা, বিধাননগর, কৃষ্ণনগর, ডুমডুম জংশন, ব্যারাকপুর ও বারাসতের মতো ব্যস্ত স্টেশনে ‘মে আই হেল্প ইউ’ বুথ খোলা থাকবে। জরুরি সহায়তার জন্য পুলিশ, হাসপাতাল ও ফায়ার ব্রিগেডের ফোন নম্বর প্রদর্শিত থাকবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সামনেই কালীপুজো৷ কিছু কিছু স্টেশনে বাড়তে পারে ভিড়৷ সেই ভিড় সামলাতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিয়ে আগেই সতর্ক রেল৷ ২০ তারিখ কালীপুজোর দিন সোমবার ব্যান্ডেল ও নৈহাটির দিকে চালানো হবে বিশেষ ট্রেন। ২০ থেকে ২৪ অক্টোবর সমস্ত লোকাল ট্রেন তার যাত্রাপথের সমস্ত স্টেশনে দাঁড়াবে। কোনও গ্যালোপিং লোকাল থাকবে না। শিয়ালদহ স্টেশনের প্রতিটি টিকিট কাউন্টার ২০ থেকে ২৪ অক্টোবর সারাদিন চালু থাকবে।
News18
News18
advertisement

২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুপুর ১টার পর শিয়ালদহ–নৈহাটি লোকাল ট্রেন প্ল্যাটফর্ম নম্বর ১-এর বদলে প্ল্যাটফর্ম নম্বর ৬ থেকে ছাড়বে। সব বিশেষ ইএমইউ ট্রেন সব স্টেশনে থামবে, যার মধ্যে ফ্ল্যাগ ও হল্ট স্টেশনও থাকবে। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে শিয়ালদহ স্টেশনের সমস্ত টিকিট কাউন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে। এছাড়া শিয়ালদহ, নৈহাটি, কলকাতা, বিধাননগর, কৃষ্ণনগর, ডুমডুম জংশন, ব্যারাকপুর ও বারাসতের মতো ব্যস্ত স্টেশনে ‘মে আই হেল্প ইউ’ বুথ খোলা থাকবে। জরুরি সহায়তার জন্য পুলিশ, হাসপাতাল ও ফায়ার ব্রিগেডের ফোন নম্বর প্রদর্শিত থাকবে।

advertisement

আরও পড়ুন: পর পরহরিয়াণায় নিজেকে শেষ করে দিল দুই পুলিশকর্তা…৫০ কোটি টাকার ডিলপুলিশ-গ্যাংস্টার মিলিয়ে বিরাট চক্রের সম্ভাবনা, বাড়ছে রহস্য

সেরা ভিডিও

আরও দেখুন
সাহেবদের হাতে শুরু মায়ের আরাধনা! শতবর্ষ প্রাচীন হ‍্যামিল্টনগঞ্জের কালীপুজোর সূচনা কীভাবে?
আরও দেখুন

স্টেশনের বাইরে পার্কিং এরিয়া আছে। তার মধ্যে ৩০০ বর্গ মিটার এরিয়া শেড দিয়ে ঢেকে সেটা হোল্ডিং এরিয়া হিসেবে ব্যবহার করা হবে। দমদম, বারাসত, নৈহাটি, বিধাননগর রোড- এই ৪ টি স্টেশনে ভিড়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নজর রেলের। যদি বাই চান্স কোনও ট্রেন এই মুহূর্তে ঘোষিত প্ল্যাটফর্ম পরিবর্তন করতে চায় সেটা হতে পর্যাপ্ত সময় রেখে অ্যানাউন্সমেন্ট করে পরিবর্তন করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কালীপুজোয় শিয়ালদহ লাইনে বিশেষ ট্রেন, পুজোর সময়ে ২৪ ঘণ্টা খোলা টিকিট কাউন্টার, ভিড় এড়াতে বিশেষ বন্দোবস্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল