অন্য রবিবারের মতো দেরিতে মেট্রো পরিষেবা নয়। বরং সকাল থেকেই মেট্রো পরিষেবা পাবেন পরীক্ষার্থীরা। সকাল নটার জায়গায় সকাল ৬:৫০ মিনিটে দক্ষিণেশ্বরের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে। একই সময় দমদম থেকে একটি মেট্রো ছেড়ে আসবে কবি সুভাষের উদ্দেশে। ৬:৫৫ মিনিটে দমদম থেকে প্রথম মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বরের উদ্দেশে। সকাল ৭:০০ টায় দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে কবি সুভাষের উদ্দেশে। তবেই বর্ধিত পরিষেবা কেবলমাত্র ব্লু লাইন অর্থাৎ নর্থ-সাউথ মেট্রোতেই পাওয়া যাবে।
advertisement
অন্য রবিবার যেখানে ১৩০টি সার্ভিস মেট্রোর তরফে চালানো হয় সেখানে ওই দিন ব্লু লাইনে চলবে মোট ২৩৪ টি সার্ভিস। যদিও দিনের বেলায় পরীক্ষা থাকার কারণে রাতের বেলায় অন্য রবিবারের মতোই শেষ মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে। ফলত পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় অন্য যাতায়াতের মাধ্যম কম থাকা কিংবা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসমাগমের কারণে চিন্তায় পড়তে হবে না পরীক্ষার্থীদের।