কলকাতা: ফের জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় জামিন মঞ্জুর তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
আলিপুরের বিশেষ সিবিআই আদালত নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে। নিয়োগ মামলায় ট্রায়াল কোর্টে এই প্রথম জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সাত হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
তবে জামিন মঞ্জুর হলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। এর আগে সুপ্রিম কোর্ট থেকে সিবিআইয়ের গ্রুপ সি মামলায় পার্থর জামিন হয়েছে। এই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ। তবে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও এই মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অশোকা সাহার জামিনের আবেদন খারিজ করা হয়েছে।
প্রাক্তন শিক্ষামন্ত্রী ছাড়াও বুধবার জামিন পেয়েছেন ইমাম মোমিন, পঙ্কজ বনসল, নীলাদ্রি দাস, আব্দুল খালেক, পর্ণা বসু, সমরজিৎ আচার্য, দিলীপ ভৌমিক, রোহিত ঝা, সুবীর ঘোষ, জুঁই দাস, সৌমিত্র ঘোষ।