সাউথ ক্যালকাটা ল কলেজের এক প্রাক্তন ছাত্র ও দুই বর্তমান ছাত্রের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনেছেন ওই কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্রী৷ অভিযোগপত্রে ওই ছাত্রী জানিয়েছেন, গত বুধবার, ২৫ জুন সন্ধেবেলা কলেজের গার্ড রুমে টেনে নিয়ে গিয়ে তাঁর উপর অত্যাচার চালায় অভিযুক্তেরা৷ সাড়ে ৭টা থেকে ২২টা ৫০ মিনিট পর্যন্ত৷ প্রায় তিন ঘণ্টা৷
advertisement
এরপরে গতকাল, অর্থাৎ, ২৬ জুন বৃহস্পতিবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী৷ যাদবপুর ডিভিশনের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করা হয়েছে, কসবা থানা অভিযোগ পাওয়ার মাত্র এফআইআর নিয়েছে৷ এফআইআরের ১২ ঘণ্টার মধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ তাদের আগামী ১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পুলিশ৷
আরও পড়ুন : কলেজে গণধর্ষণে মূল অভিযুক্ত..কে এই মনোজিৎ জানেন? নামেই ফৌজদারি আইনজীবী, আছে আরও পরিচয়
পুলিশের দাবি, অত্যন্ত দ্রুততা এবং দায়িত্বশীলতার সঙ্গে এই মামলার তদন্ত চলছে৷ অসমর্থিত সূত্রে পাওয়ার কোনও খবর যা তদন্তকে প্রভাবিত করে এমন কোনও কথা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্লাটফর্মে ছড়ানো থেকে বিরত থাকার আর্জি জানানো হয়েছে পুলিশের তরফে৷