TRENDING:

‘আকাঙ্খাকে আমিই খুন করেছি’, আইনজীবীকে থামিয়ে দিয়ে স্বীকারোক্তি উদয়নের

Last Updated:

ভরা এজলাসে বলিউডি নাটক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: ভরা এজলাসে বলিউডি নাটক ৷ খুনের অভিযুক্তকে আইনজীবীর বাঁচানোর শেষ প্রচেষ্টা ৷ কিন্তু সবই নিজে হাতে ভেস্তে দিলেন এ নাটকের মধ্যমণি ৷
advertisement

‘আত্মঘাতী হয়েছিলেন আকাঙ্খা’, আইনজীবীর এহেন দাবিকে উড়িয়ে দিয়ে ভরা এজলাসে উদয়নের স্বীকারোক্তি,‘আমিই খুন করেছি আকাঙ্খাকে’ ৷

আটদিনের পুলিশ হেফাজত শেষে এদিন বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় আকাঙ্ক্ষা খুনে অভিযুক্ত উদয়নকে ৷ অভিযুক্তের আইনজীবী অরূপ বন্দ্যোপাধ্যায় তিন খুনে অভিযুক্তের স্বপক্ষে সওয়াল করে দাবি করেন, ‘খুন নয় আত্মঘাতী হয়েছেন আকাঙ্খা ৷’ আইনজীবীর কথা শেষ হতে না হতেই নাটকীয়ভাবে কথার মাঝপথেই তাঁকে থামিয়ে উদয়ন দাসের দৃঢ় স্বীকারোক্তি, ‘আত্মহত্যা নয়, আকাঙ্ক্ষাকে আমিই খুন করেছি ৷’

advertisement

উদয়নের এমন বেপরোয়া মনোভাব মামলার প্রথম থেকেই ধরা পড়েছে ৷ পুলিশি জেরার মুখে সে নিজেই খুনের কথা স্বীকার করার সঙ্গে সঙ্গে কীভাবে খুন করেছে তাও বলে ৷ শুধু এই নয় ২০১১ সালে নিজের বাবা-মাকে খুন করে কোথায় পুঁতে রেখেছে তাও সে নিজেই দেখিয়ে দেয় ৷

এসবের পরও হার মানতে নারাজ উদয়নের আইনজীবী অরূপ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, ‘পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁর উপর চাপ ৷ তার মানসিক অস্থিরতা তৈরি হয়েছে ৷ তার জেরেই এই মন্তব্য উদয়ন দাসের ৷ ওর মানসিক পরীক্ষা প্রয়োজন ৷’

advertisement

আগের দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এদিন আদালত চত্বর কার্যত মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তা বলয়ে । আদালত চত্বরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে । আগের দিন উদয়নকে আদালতে তোলার সময় ব্যাপক বিক্ষোভ শুরু হয় । ভিড় সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশকে । ভিড়ের মধ্য থেকে উদয়নের গাড়ি লক্ষ করে ইট পাটকেলও ছোঁড়া হয় । সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আগে থেকেই সাবধানী ছিল পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আগামিকাল বাঁকুড়া তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবে উদয়ন ৷ কাল সকালে তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হবে উদয়নকে ৷ জবানবন্দি শেষে সিরিয়াল কিলার উদয়নকে ভোপাল পুলিশের ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদনে আবেদনে শুনানি হবে বাঁকুড়া CJM আদালতে ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আকাঙ্খাকে আমিই খুন করেছি’, আইনজীবীকে থামিয়ে দিয়ে স্বীকারোক্তি উদয়নের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল