TRENDING:

সিন্ডিকেটের দাপটে ‘নিজভূমে পরবাসী’ কৃষকেরা হাজির নবান্নে

Last Updated:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুশিঁয়ারি সত্ত্বে কমছে না সিন্ডিকেটের দৌরাত্ম্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুশিঁয়ারি সত্ত্বে কমছে না সিন্ডিকেটের দৌরাত্ম্য ৷  সিন্ডিকেটের দাদাগিরির অভিযোগ নিয়ে ফের নবান্নে  মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কৃষকরা। বার্নপুরের শ্যামবাঁধের চার ‘অত্যাচারিত’ কৃষক সোমবার হাজির হলেন মমমতা বন্দ্যোপাধ্যায়ের শরণে ৷
advertisement

- রাজারহাট-নিউটাউন, বীরভূম বা রাজ্যের অন্য কোনও প্রান্ত। নবান্নে এসে সিন্ডিকেটের দাদাগিরির অভিযোগ জানিয়েছেন অনেকেই। এবার রাজ্যের প্রশাসনিক দফতরে এসে, জমি মাফিয়াদের দৌরাত্ম্যে নিজভূমে পরবাসী হওয়ার অভিযোগ করলেন বার্নপুরের শ্যামবাঁধের চার কৃষক।

বার্নপুরের শ্যামবাঁধ এলাকার একদল কৃষকের অভিযোগ, গত পাঁচ-ছয় মাস আগে নবগণ্ডী, নরসিংবাঁধ ও বড়থলি মৌজার ১৮ বিঘা জমি দখল করে নিয়েছে সিন্ডিকেট। ঘটনার প্রতিবাদ করলে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে।

advertisement

চাষিদের দাবি, গত ২০১৪ সাল থেকেই ওই ১৮ বিঘা জমি দখলের চেষ্টা চালাচ্ছিল দুষ্কৃতীরা। তাঁদের দাবি, এ নিয়ে স্থানীয় থানায় অভিযোগও জানানো হয়েছে।  খোদ শ্রমমন্ত্রী মলয় ঘটককেও অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তাতেও সুরাহা হয়নি।

আরও পড়ুন

বাড়ি, অটোর পর এবার চাষেও তোলাবাজি, ফের নতুন করে দায়ের অভিযোগ

advertisement

তাই এবার তাঁরা সটান অভিযোগ করেছেন নবান্নে। চাষিদের আরও অভিযোগ, ২০০ বিঘা সরকারি জমি হাতানোর চেষ্টা চালাচ্ছে ওই সিন্ডিকেট। মুখ্যমন্ত্রী উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশা বার্নপুরের চাষিদের।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

এর আগে পাড়ুইয়ের এক যুবক, পেশায় কৃষক নবান্নে এসে চাষের জমিতে তোলাবাজি চালানোর অভিযোগ জানান ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
সিন্ডিকেটের দাপটে ‘নিজভূমে পরবাসী’ কৃষকেরা হাজির নবান্নে